promotional_ad

সাকিবের দলে গাপটিল

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের জয়পুরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। আসন্ন আইপিএলের জন্য প্রাথমিকভাবে দেশি-বিদেশি ১০০৩ জন ক্রিকেটারের নাম নিবন্ধিত করা হয়েছিল। 


সেখান থেকে ১৮ই ডিসেম্বর অনুষ্ঠিত এই নিলামের জন্য ৩৫১ জন ক্রিকেটারকে নির্বাচন করা হয়েছে। যেখানে ২৩১ জন ভারতীয় এবং ১২০ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে।


রেকর্ড পরিমাণ মূল্যে দল পেলেন দুই ভারতীয় বোলার ভরুন চক্রবর্তী ও জয়দেব উনাদকাট। বিদেশীদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মূল্যে দল পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান।


এছাড়াও দল পেয়েছেন শ্রীলঙ্কান বর্তমান অধিনায়ক লাসিথ মালিঙ্গা, মুম্বাইতে জায়গা মিলেছে তাঁর। নতুন দলে ডাক পেয়েছেন ভারতীয় ডানহাতি পেসার মোহাম্মদ শামি। গতবার দিল্লীর হয়ে খেললেও এবার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন তিনি।


উইন্ডিজ টি-টুয়েন্টি অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট ও তরুণ ক্রিকেটার শিমরণ হেটমায়ারও দল পেয়েছেন। দল পেয়েছেন ভারতের টেস্ট ক্রিকেটার হানুমা বিহারীও। 



promotional_ad

সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ দলে ভিড়িয়েছে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে। নিজেদের পুরানো উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকেও পুনরায় দলে ভিড়িয়েছে তাঁরা। 


ডেল স্টেইন, অ্যাঞ্জেলো ম্যাথিউস, অ্যালেক্স হেলস, ব্রেন্ডন ম্যাককালামদের মতো দল পাননি মুশফিকুর রহিম। প্রথম দফায় নিলামে যারা অবিক্রীত থাকবেন তাঁদের শেষ মুহূর্তে আবারও নিলামে তোলা হবে।



নিলামের আপডেট...


চেন্নাই সুপার কিংসঃ মোহিত শর্মা (৫ কোটি রুপি)


দিল্লি ক্যাপিটালসঃ হানুমা বিহারী (২ কোটি রুপি), অক্ষর প্যাটেল (৫ কোটি রুপি), ইশান্ত শর্মা (১.১ কোটি রুপি), অঙ্কুশ বাইন্স (২০ লক্ষ্য রুপি), নাথু সিং (২০ লক্ষ্য রুপি), কলিন ইনগ্রাম (৬.৪ কোটি রুপি), শারফানে রাদারফোর্ড (২ কোটি রুপি), কিমো পল (৫০ লক্ষ্য রুপি)


কিংস ইলেভেন পাঞ্জাবঃ মোসেস হেনরিকস (১ কোটি রুপি), নিকোলাস পুরান (৪.২ কোটি রুপি), মোহাম্মদ শামি (৪.৮ কোটি রুপি), সরফরাজ নওসাদ খান (২৫ লক্ষ্য রুপি), ভরুন চক্রবর্তী (৮.৪ কোটি রুপি ), স্যাম কারান (৭.২ কোটি রুপি), হারদুস ভিলজয়েন (৭৫ লক্ষ্য রুপি), আর্শদ্বীপ সিং (২০ লক্ষ্য রুপি), দর্শন নালকান্দে (২০ লক্ষ্য রুপি), প্রবসিমরান সিং (৪.৮ কোটি রুপি), অগ্নিবেশ আয়াচি (২০ লক্ষ্য রুপি), হারপ্রিত ব্রার (২০ লক্ষ্য রুপি)



কলকাতা নাইট রাইডার্সঃ কার্লোস ব্র্যাথওয়েট (৫ কোটি রুপি), লকি ফারগুসন (১.৬ কোটি রুপি), অনরিচ নর্তযে (২০ লক্ষ্য রুপি), নিখিল নায়েক (২০ লক্ষ্য রুপি), হ্যারি গার্নে (৭৫ লক্ষ্য রুপি), ইয়ারা পৃথ্বীরাজ (২০ লক্ষ্য রুপি),


মুম্বাই ইন্ডিয়ান্সঃ লাসিথ মালিঙ্গা (২ কোটি রুপি), আনমল প্রিত সিং (৮০ লক্ষ্য রুপি), বারিন্দার স্রান (৩.৪ কোটি রুপি), পঙ্কজ জয়শাল (২০ লক্ষ্য রুপি), যুবরাজ সিং (এক কোটি রুপি)


রাজস্থান রয়্যালসঃ জয়দেব উনাদকাট (৮.৪ কোটি রুপি ),বরুন অরুন (২.৪ কোটি রুপি), ওশান থমাস (১.১০ কোটি রুপি), শশাঙ্ক সিং (২০ লক্ষ্য রুপি), লিয়াম লিভিংস্টোন (৫০ লক্ষ্য রুপি), 
 
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুঃ শিমরণ হেটমায়ার (৪.২ কোটি রুপি), গুরকিনাত সিং মান (৫০ লক্ষ্য রুপি), শিভাম ডুবে (৫ কোটি রুপি), দেবদূত পাডিকেল (২০ লক্ষ্য রুপি), হেনরিক ক্ল্যাসেন (৫০ লক্ষ্য রুপি), হিম্মত সিং (৭৫ লক্ষ্য রুপি), মিল্লিন্দ কুমার (২০ লক্ষ্য রুপি), প্রয়াস বর্মণ (১.৫ কোটি রুপি)


সানরাইজার্স হায়দ্রাবাদঃ জনি বেয়ারস্টো (২.৪ কোটি রুপি), ঋদ্ধিমান সাহা (১.২ কোটি রুপি), মার্টিন গাপটিল (এক কোটি রুপি)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball