বিপিএলে অনিশ্চিত নারিন?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগামী আসরে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার সুনীল নারিনের।
জানা গিয়েছে বর্তমানে আঙ্গুলের ইনজুরিতে ভুগতে থাকা নারিনের আইপিএলে অংশগ্রহণও অনিশ্চিত হয়ে পড়েছে।

এই ইনজুরি অবশ্য নতুন কিছু নয় তাঁর জন্য। উইন্ডিজদের গত ভারত সফরের আগে থেকেই আঙ্গুলের চোটে ভুগছেন নারিন। সে সময় অবশ্য সুস্থ হয়ে ওঠার পথে ছিলেন তিনি।
কিন্তু বিপিএল ও আইপিএলের আগে আবারো সেই ইনজুরি মাথা চাড়া দিয়ে উঠেছে তাঁর। নারিন না খেলতে পারলে বেশ বড় ধরণের ধাক্কা খেতে হবে তাঁর বিপিএলের দল ঢাকা ডাইনামাইটসকে।
কেননা গত আসরে দলটির অন্যতম সেরা পারফর্মার ছিলেন ৩০ বছর বয়সী এই ক্যারিবিয়ান। বল হাতে ১২ ম্যাচে ৪.৯৫ ইকোনমি রেটে ১১ উইকেট শিকার করেছিলেন নারিন।
অপরদিকে ব্যাট হাতেও কারিশমা দেখিয়েছিলেন তিনি। ১২টি ম্যাচে ২২.২২ গড়ে ২০০ রান এসেছিলো তাঁর ব্যাট থেকে। হাঁকিয়েছিলেন ২টি অর্ধশতক। এবারও তাই নারিনকে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সেরও অপরিহার্য সদস্য সুনীল নারিন। ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত দলটির হয়ে ৯৮টি ম্যাচে ১১২ উইকেট শিকার করেছেন নারিন।