promotional_ad

বিপিএলে আসার আগে বেলের স্মৃতিচারণ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


আগামী বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলবেন ইংলিশ ক্রিকেটার ইয়ান বেল। বিপিএলে খেলতে আসার আগে বাংলাদেশকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান।  


ইংল্যান্ডের হয়ে বাংলাদেশের বিপক্ষে ২০১০ সালে ঢাকার মাঠে শতক হাঁকিয়েছিলেন বেল। ঢাকার সেই মাঠে আবারও খেলতে নামবেন তিনি বিপিএলের আসরে।


আর সেই কারণে স্বাভাবিকভাবেই বেশ রোমাঞ্চিত এই ইংলিশ।  জানিয়েছেন ঢাকা ডাইনামাইটসে হয়ে দারুণ কিছু করে দেখাতে চান তিনি,



promotional_ad

'বাংলাদেশকে নিয়ে আমার অনেক দারুণ স্মৃতি রয়েছে আমার। আমি একটি টেস্ট শতক হাঁকিয়েছিলাম সেখানে। ঢাকা ডাইনামাইটসের হয়ে যেটি আমার ঘরের মাঠ। সুতরাং আশা করি ভালো কিছুই হবে,' স্মৃতিচারণ করেণ বেল।


বিপিএলের ভূয়সী প্রশংসা করতেও ভোলেননি বেল। এই আসরে অনেক তারকা ক্রিকেটারদের সাথে খেলতে মুখিয়ে আছেন তিনি। ইংলিশ এই তারকা ক্রিকেটারের ভাষ্যমতে, 


'প্রতি বছর বিপিএল দারুণ উন্নতি করছে এবং আমি সেখানে আমাদের স্কোয়াডে থাকা বড় বড় ক্রিকেটারদের সান্নিধ্য পেতে চাই ও তাঁদের কাছ থেকে শিখতে চাই।'


এদিকে শুধু বিপিএলেই নয়, আগামী পাকিস্তান সুপার লীগের (পিএসএল) আসরেও খেলবেন বেল। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা বেল বলেছেন, 



'পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলতে পারাটা দারুণ কিছু হবে। সেখানে যাওয়ার জন্য এবং সর্বোচ্চটা দেয়ার জন্য আমি মুখিয়ে আছি। সেখানকার সমর্থকেরাও অসাধারণ ভূমিকা রাখে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball