বিপিএল-পিএসএল চ্যালেঞ্জের অপেক্ষায় বেল

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এবং পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলার জন্য মুখিয়ে আছেন ইংলিশ ক্রিকেটার ইয়ান বেল। কয়েকমাস আগেই ইংলিশ কাউন্টি দল ওয়ারউইকশেয়ারের হয়ে ব্যস্ত সময় পার করেছেন তিনি।
সেখানে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্মেন্সও করেছেন তিনি। পেয়েছিলেন ডাবল সেঞ্চুরি এবং সেঞ্চুরির দেখাও। এবার সেই ফর্ম অব্যাহত রাখতে চান বেল। সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান,
'সামনে কি হবে সেটা আমার নিয়ন্ত্রণে নেই। আমি মনে করি আমি এই মুহূর্তে আমার সেরা খেলাটাই খেলছি। ইংল্যান্ডে আমি শেষ মৌসুমটি ভাল কাটিয়েছি। এখন আমি বাংলাদেশ প্রিমিয়ার লীগ এবং পাকিস্তান সুপার লীগের চ্যালেঞ্জ মোকাবেলার অপেক্ষায় আছি।'

এদিকে বেল আবার জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। ৩৬ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটসম্যান সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০১৫ সালে, পাকিস্তানের বিপক্ষে।
'যদি জাতীয় দলে আমার ডাক আসে তাহলে এটা আমার অবশ্যই অনেক ভাল লাগবে। কিন্তু এই মুহূর্তে আমি চাইবো যত বেশি সম্ভব ম্যাচ খেলতে। এখন খেলছি এবং আসন্ন চ্যালেঞ্জগুলো উপভোগ করতে চাই।'
উল্লেখ্য, ২০১৫ সালের নভেম্বরের পরে আর ইংল্যান্ডের জাতীয় দলে খেলেননি বেল। ইংল্যান্ডের হয়ে শেষবার টি-টুয়েন্টি খেলেছিলেন ২০১৪ সালের মে মাসে।
জানুয়ারিতে অনুষ্ঠেয় বিপিএলে নিজ দল ঢাকা ডাইনামাইটসের হয়ে কেমন খেলবেন এটাই এখন দেখার বিষয়।
ঢাকা ডাইনামাইটস স্কোয়াডঃ- রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, অ্যান্ড্রু বিরস, ইয়ান বেল, কাজি অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজিব, নাইম শেখ, সাকিব আল হাসান, সুনিল নারিন, রভম্যান পাওয়েল, কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হযরতউল্লাহ জাজাই।