টি-টেন ক্রিকেটে আফ্রিদি ঝড়

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টেন ক্রিকেটে দেরিতে হলেও ঝড় তুললেন সাবেক পাকিস্তানী অলরাউন্ডার শহিদ আফ্রিদি। দশ ওভারের ক্রিকেটে ১৪ বলে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
টি-টেনের কোয়ালিফায়ার ফাইনালে তাঁর ঝড়ো ইনিংসে নর্দান ওয়ারিয়র্সকে ১৩ রানে হারিয়েছে পাখতুন্স, একইসাথে আসরের ফাইনালেও পৌঁছে গেছে দলটি। দুর্দান্ত ইনিংসে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন আফ্রিদি।

ম্যাচে ১৭ বলে তিনটি চার ও সাতটি ছক্কায় ৫৯ রান করে অপরাজিত থাকেন পাকিস্তান ক্রিকেটের একসময়কার এই পোস্টার বয়। তাঁর ইনিংসের সুবাদে দশ ওভারে পাঁচ উইকেটে ১৩৫ রান করে পাখতুন্স।
মজার বিষয় হচ্ছে পাখতুন্স অধিনায়ক আফ্রিদি এই ইনিংসটি খেলেছেন ছয় নম্বরে নেমে। টি-টেন ক্রিকেটে ইতিপূর্বে অনেক ঝড়ো ইনিংস দেখা গেলেও ছয় নম্বরের কোন ব্যাটসম্যানের কাছ থেকে এমনটা দেখা যায়নি।
নর্দান ওয়ারিয়র্সের হয়ে ৩৫ বলে চারটি চার এবং নয়টি ছক্কায় অপরাজিত ৮০ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি রভম্যান পাওয়েল। নির্ধারিত দশ ওভারে চার উইকেট হারিয়ে ১২২ রানেই থেমে যেতে হয়েছে নর্দান ওয়ারিয়র্সকে।
ম্যাচ শেষে দশ ওভারের ক্রিকেটকে অলিম্পিকে চেয়েছেন আফ্রিদি। 'আমি মনে করি টি-টেন ফরম্যাটকে আমাদের অলিম্পিকে নিয়ে যাওয়া উচিত। এতে করে যেসব দেশে ক্রিকেট প্রচলিত নেই তাঁদের আমরা ক্রিকেট সম্পর্কে ধারণা দিতে পারি।'