টি-টেনের চূড়ায় বেয়ারস্টো

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আরব আমিরাতে টি-টেন ক্রিকেটের উদ্বোধনী দিনেই ১৬ বলে ৭৪ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেছিলেন আফগান উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদ। এবার সে রেকর্ড ভাঙলেন ইংলিশ উইকেটরক্ষক জনি বেয়ারস্টো।
শুক্রবার দিন কেরালা নাইটসের হয়ে খেলা বেয়ারস্টো ২৪ বলে অপরাজিত ৮৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেন। আর এই ইনিংসেই টি-টেন ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক বনে যান বেয়ারস্টো।

ছয়টি চার ও আটটি ছক্কায় বেয়ারস্টোর এই ইনিংসে বেঙ্গল টাইগার্সকে সাত উইকেটে হারিয়েছে নাইটস। অসাধারণ ইনিংসে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বেয়ারস্টো।
আগে ব্যাট করে দশ ওভারে পাঁচ উইকেটে ১২৩ রান করেছিল বেঙ্গল টাইগার্স। আট বল হাতে রেখেই এই লক্ষ্য টপকে যায় কেরালা। উল্লেখ্য কেরালার হয়ে গ্রুপ পর্বে মাত্র দুটি ম্যাচ খেলার জন্যই শ্রীলংকা ছেড়ে আরব আমিরাতে এসেছিলেন বেয়ারস্টো।
অথচ কয়েক সপ্তাহ আগেই ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে বেয়ারস্টোকে। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে লিগামেন্টের ইনজুরির কারণে প্রথম দুই টেস্টে খেলেননি তিনি।
এরপরে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে (কলম্বোতে) ফিরেছিলেন বেয়ারস্টো। আর কলম্বো টেস্টে ফিরেই ১১০ রানের ম্যাচ সেরা একটি ইনিংস খেলেছিলেন তিনি।