আবারও মাশরাফিদের সাথে খেলার সুযোগে উচ্ছ্বসিত বোপারা

ছবি: রবি বোপারা, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরের ড্রাফট তালিকা থেকে ইংলিশ অলরাউন্ডার রবি বোপারাকে দলে ভিড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। গতবারও অবশ্য রংপুরের হয়েই মাঠ মাতিয়েছিলেন তিনি।
পুরনো দলের হয়ে আবারও খেলার সুযোগ পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি বার্তায় বোপারা জানিয়েছেন নিজের অনুভূতির কথা। চ্যাম্পিয়ন দলের হয়ে পুনরায় খেলা প্রসঙ্গে তিনি লিখেছেন,

'চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্সের হয়ে আবারও খেলতে পারা দারুণ ব্যাপার। বিদেশি এবং দেশি ক্রিকেটারের সমন্বয়ে দুর্দান্ত দল গড়েছে রংপুর।'
Great to be back with my champion side Rangpur Riders again. Serious team with the local boys and overseas @henrygayle @MasrafeOfficial @ABdeVilliers17 @AlexHales1 @beennnny @RangpurRiders_ #Riders
— Ravi Bopara (@ravibopara) October 28, 2018
এর আগের আসরে মাশরাফির দলের হয়ে ১৫টি ম্যাচ খেলে ৪০.৫৫ গড়ে ৩৬৫ রান সংগ্রহ করেছিলেন বোপারা। যেখানে ছিল ২টি অর্ধশতক।
আর বল হাতে শিকার করেছিলেন ৮টি উইকেট। পাশাপাশি শিরোপা জয়ের ক্ষেত্রেও অন্যতম ভূমিকা পালন করেছিলেন এই ইংলিশ।এবারের আসরেও তাই বোপারার ওপরে আস্থা রাখছে রংপুর কর্তৃপক্ষ।
উল্লেখ্য আন্তর্জাতিক টি টুয়েন্টিতেও সমান জনপ্রিয় বোপারা। এখন পর্যন্ত দেশের হয়ে ৩৮টি ম্যাচে ২৮.৪৪ গড়ে ৭১১ রান সংগ্রহ করেছেন এই অলরাউন্ডার। অপরদিকে বল হাতে তিনি নিয়েছেন ১৬টি উইকেট।