promotional_ad

আমিরকেও নিয়েছিলাম, এবার আশরাফুলকে নিলামঃ ভাইকিংস চেয়ারম্যান

মোহাম্মদ আশরাফুল
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ফিক্সিংয়ের পরে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার পর পাক পেসার মোহাম্মদ আমিরকে বিপিএলে খেলার সুযোগ দিয়েছিল চিটাগাং ভাইকিংস। এবারও মোহাম্মদ আশরাফুলকে সুযোগ দিল একই ফ্রেঞ্চাইজিটি। এই প্রসঙ্গে ফ্রেঞ্চাইজি চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ জানান,


'আপনি যদি দেখেন, আমি কিন্তু আরও একবার এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার পুরনো অভিজ্ঞতা আছে। আমি কিন্তু পাকিস্তানের মোহাম্মদ আমিরকে দলে নিয়েছিলাম। সেখানে আমি সফল হয়েছিলাম। আমাদের দলে খেলার পর সে পাকিস্তান জাতীয় দলে সুযোগ পেয়েছে।


'আর আশরাফুলের প্রতি বরাবরই আমার একটা দুর্বলতা ছিল। সে বাংলাদেশের একমাত্র প্লেয়ার যে প্রথম টেস্ট খেলেই সেঞ্চুরি করেছে। সে ভুল করেছিল, সেটা সে বুঝতে পেরেছে। আমি মনে করি, আশরাফুলের মত প্লেয়ার অতীত বর্তমানে মনে হয় আসে নি। সে এতটা ভাল।'



promotional_ad

মোহাম্মদ আমির যেমন বিপিএলে চিটাগাংয়ের হয়ে খেলার পরে জাতীয় দলে ফিরেছিলেন, এবার আশরাফুলও বিপিএল খেলেই জাতীয় দলে ফিরবেন বলে বিশ্বাস করেন ফ্রেঞ্চাইজিটির চেয়ারম্যান।


শুধু তাই নয়, সবকিছু ঠিকভাবে এগিয়ে যেতে থাকলে আগামী বিশ্বকাপেও মাঠে নামতে পারেন আশরাফুল, এমনটাও বিশ্বাস করছেন তিনি। আশরাফুলকে ভাইকিংসের 'বড় পাওয়া' উল্লেখ করে তিনি আরও জানান,


'আশরাফুলই কিন্তু হয়তো আমাদের জন্য বড় পাওয়া হয়ে যাবে। আমি দোয়া করি তাঁর জন্য, এটা তাঁর জন্য জ???তীয় দলে খেলার একটা বড় সুযোগ। আশা করি সে আগামী বিশ্বকাপে বাংলাদেশ দলে ডাক পাবে।'


এবারের বিপিএলে চিটাগং ভাইকিংসঃ মোসাদ্দেক হোসেন (ক্যাটাগরি এ), আবু জায়েদ রাহি (ক্যাটাগরি এ), সৈয়দ খালেদ আহমেদ (ক্যাটাগরি ডি), নাইম হাসান (ক্যাটাগরি ই), ক্যামরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা, ক্যাটাগরি ডি), দাসুন শানাকা (শ্রীলঙ্কা, ক্যাটাগরি ডি), মোহাম্মদ আশরাফুল (ক্যাটাগরি বি), রবিউল হক (ক্যাটাগরি ই), ইয়াসির আলি চৌধুরী (ক্যাটাগরি সি), নিহাদুজ্জামান (ক্যাটাগরি সি), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান, ক্যাটাগরি এফ), সালমান ইসলাম।



ড্রাফটের পূর্বেঃ সিকান্দার রাজা, লুক রঞ্চি, সানজামুল ইসলাম, মোহাম্মদ শাহজাদ, রবি ফ্র্যালিঙ্ক, মুশফিকুর রহিম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball