promotional_ad

ফাইনালের দল বানিয়ে নিয়েছিঃ টম মুডি

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


গত বছরের বিপিএল চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স এবারও বানিয়েছে শক্ত একটি দল, যা খেলতে পারে বিপিএলের আসন্ন আসরের ফাইনাল, এমনটাই মনে করছেন ফ্রেঞ্চাইজিটির কোচ টম মুডি। বিপিএলের প্লেয়ার ড্রাফটের দিন ড্রাফট শেষে গণমাধ্যমকে তিনি জানান,  


'পরের বছর (২০১৯ সালের বিপিএল) সম্পূর্ণ নতুন আসর হবে। গতবার আমরা সফল ছিলাম, সেটা দারুন অভিজ্ঞতা ছিল। আজকের দিনটা ছিল আরেকটি টুর্নামেন্টের জন্য পরিকল্পনা করা ও প্রস্তুতি নেয়ার দিন। 


'আমরা বিশ্বাস করি আমরা আজকের ড্রাফটে সফল হয়েছি। আশা রাখি আমরা এমন একটা দল তৈরি করতে পেরেছি, যেটা আসন্ন বিপিএলে ফাইনাল খেলতে পারবে।' 



promotional_ad

বিপিএলের গত আসরে রংপুরকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দুই লঙ্কান ক্রিকেটার লাসিথ মালিঙ্গা এবং থিসারা পেরেরা। এবারের আসরের ড্রাফটে পুরানো এই দুই ক্রিকেটারের প্রতি বিশেষ মনোযোগী হতে দেখা যায়নি রংপুরকে।


বরঞ্চ দেশীয় ভাল ক্রিকেটারকে দলে ভেড়াতেই ব্যস্ত সময় কাটিয়েছে তাঁরা। এরও কারণ জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই ট্যাকটিক্যাল কোচ। 


'অনেক কিছু নির্ভর করেছে আমাদের স্থানীয় প্লেয়ারদের তালিকার ওপর। আমরা প্রথমে কোন কোন স্থানীয় প্লেয়ার নিতে পেরেছি সেটার ওপর নির্ভর করেছে অনেক কিছু। হ্যাঁ, মালিঙ্গা-পেরেরা খুবই ভাল ক্রিকেটার, আমরা তাদের দলে ভেড়াতে পারলে ভাল হত। 


'কিন্তু আমাদের দলের ভারসাম্যর দিকে তাকাতে হবে। ওরা দুইজনের একজন ফাস্ট বোলার ও আরেকজন অলরাউন্ডার। আমরা অনুভব করেছি, বিদেশি প্লেয়ারদের তালিকায় আমাদের দলের ভারসাম্য বিবেচনায় অন্য পছন্দ থাকতে পারে। আর অন্য কারণ ছিল, এই দুইজন প্লেয়ারকে আমাদের সুযোগ আসার আগেই অন্য দল নিয়ে নিয়েছে।'



রংপুর রাইডার্সঃ শফিউল ইসলাম (ক্যাটাগরি এ), সোহাগ গাজি (ক্যাটাগরি সি), ফরহাদ রেজা (ক্যাটাগরি বি), মেহেদি মারুফ (ক্যাটাগরি সি), রবি বোপারা (ইংল্যান্ড, ক্যাটাগরি বি), রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা, ক্যাটাগরি বি), নাহিদুল ইসলাম (ক্যাটাগরি ডি), নাদিফ চৌধুরী (ক্যাটাগরি সি), আবুল হাসান রাজু (ক্যাটাগরি বি), ফারদিন হোসেন অনিক (ক্যাটাগরি ই), বেনি হাওয়েল (ইংল্যান্ড, ক্যাটাগরি ডি), ওশানে থমাস (উইন্ডিজ)।


ড্রাফটের পূর্বেঃ ক্রিস গেইল, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম, মোহাম্মদ মিথুন, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball