বিদেশি টানতে সফল এবারের বিপিএলঃ পাপন

ছবি: নাজমুল হাসান পাপন, ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আজই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। এই ড্রাফট তালিকায় জায়গা হয়েছিল মোট ৩৬৫ জন বিদেশি ক্রিকেটারের যা কিনা যেকোনো আসরের সর্বোচ্চ। এর আগের আসরে এই সংখ্যাটি ছিল ২০৮ জন!
এর মাধ্যমেই বোঝা যাচ্ছে গোটা ক্রিকেট বিশ্বে বিপিএলের জনপ্রিয়তা কতখানি ছড়িয়ে গিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও বিপিএলের এই জনপ্রিয়তায় বেশ সন্তুষ্ট। ড্রাফট অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেছেন,

'আপনি যদি দেখেন যে ক্রিকেটার যারা অংশগ্রহণ করছে, ওদের যে ইচ্ছা অংশগ্রহণ করার এর মাধ্যমে পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশের বাইরেও বিপিএল এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এবারের দলগুলো যদি আপনি দেখেন তাদের মধ্যে একটিও পাবেন না যাকে আপনি দুর্বল বলতে পারেন। এটি আসলে অবিশ্বাস্য ব্যাপার।'
তবে বিদেশি ক্রিকেটারদের সংখ্যা যত বেশিই হোক না কেন বিপিএলে বাংলাদেশী ক্রিকেটাররা ভাল খেললেই বেশি প্রশান্তি পান বিসিবি প্রধান। তাঁর বক্তব্যেও ফুটে উঠেছে সেটাই। এদেশের তরুণ ক্রিকেটারদের কাছ থেকে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন,
'অনেক ভাল ভাল খেলোয়াড় এসেছে এবার এবং তরুণ কিছু খেলোয়াড়ও সুযোগ পেয়েছে। তবে আমার কাছে সবসময় একটি ব্যাপারই মনে হবে যে আমাদের বাংলাদেশি ছেলেরা যেন এই বিপিএলে সবথেকে ভাল খেলে।'
উল্লেখ্য বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে বেশি ৮১ জন ছিলেন ইংলিশ ক্রিকেটাররা। এছাড়াও পাকিস্তানের ৭২, ওয়েস্ট ইন্ডিজের ৫৬, শ্রীলঙ্কার ৫৫, আফগানিস্তানের ১৯ ও দক্ষিণ আফ্রিকার ১৭ জন ক্রিকেটার ছিলেন এই ড্রাফটের তালিকায়।