promotional_ad

বিপিএলে গেইলের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন ভিলিয়ার্স

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স। রংপুরের দর্শকদের জন্য ইতিমধ্যেই এক ভিডিও বার্তা পাঠিয়েছেন তিনি। আর সেখানেই ক্রিস গেইলের সঙ্গে খেলার উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।


রংপুরের ফেসবুক পেজে প্রকাশিত ২৯ সেকেন্ডের এই ভিডিও বার্তায় তিনি ইংরেজি ভাষায় বলেন, 'হ্যালো বাংলাদেশ। আমি দক্ষিণ আফ্রিকা থেকে এবি ডি ভিলিয়ার্স। ২০১৯ সালের বিপিএলের ষষ্ঠ আসর খেলতে আমি বাংলাদেশে আসছি। 



promotional_ad

'রংপুর রাইডার্স দলে ক্রিস গেইলের সঙ্গে খেলতে মুখিয়ে আছি আমি। গত কয়েক বছর ধরে বিপিএল সারাবিশ্বের অন্যতম সেরা আসর। এখানে খেলার জন্য দেরি করতে ইচ্ছা হচ্ছে না। খুব তাড়াতাড়ি দেখা হবে রংপুর এবং বাংলাদেশ। জয়ের লড়াই!' 


উল্লেখ্য, এবারই প্রথম বারের মতো একই দলে খেলবেন না ক্রিস গেইল এবং ডি ভিলিয়ার্স। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়েও একইসাথে খেলেছেন তাঁরা।


এদিকে রবিবারের ড্রাফটের আগেই বেশ শক্তিশালী রংপুর রাইডার্স। চারজন ক্রিকেটারকে রেখে দেওয়ার তালিকায় তারা ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের সঙ্গে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিঠুনকে রেখে দিয়েছে। 




এছাড়া ইংল্যান্ডের তারকা ওপেনার অ্যালেক্স হেলসকে দলে ভেড়ায় রংপুর। তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ফ্রেঞ্চাইজিটি। আগামী রবিবার (২৮ অক্টোবর) বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball