ঢাকায় ওয়াকার ইউনিস

ছবি: ছবি- ফেসবুক

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী বছরের বিপিএলকে সামনে রেখে এরই মধ্যে দল তোড়জোড় শুরু করে দিয়েছে সিলেট সিক্সার্স ফ্র্যাঞ্চাইজি।
তারই ধারাবাহিকতায় দলটির সাথে আলোচনা করতে ঢাকায় পা রেখেছেন সিক্সার্স কোচ ওয়াকার ইউনিস। আগামী আসরে দলের পরিকল্পনা সম্পর্কে সিলেট কর্তৃপক্ষের সাথে আলাপ করতেই তাঁর এই আগমন।

এর আগের বিপিএল আসরে কোচের দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই পাকিস্তানি পেসার। সেবার যদিও তাঁর তত্ত্বাবধানে খুব বেশি ভাল করতে পারেনি সিলেট।
১২টি ম্যাচ মাত্র ৪টিতে জয়ের দেখা পেয়েছিল তারা। তাই এবার হয়ত শিরোপা জয়র ছক কষতেই আগেভাগে ঢাকায় পা রাখলেন ওয়াকার।
সাবেক এই পাকিস্তানি অধিনায়কের পূর্বে সিলেট সিক্সার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জাফরুল ইহসান। বর্তমানে টিম ম্যানেজমেন্টের অংশ হিসেবে কাজ করছেন তিনি।
উল্লেখ্য কোচ হিসেবে ওয়াকার ইউনিসের ক্যারিয়ার যথেষ্ট সমৃদ্ধ। নিজ দেশ পাকিস্তানের কোচ তো ছিলেনই, পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
শুধু তাই নয়, পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেডেরও কোচিং করিয়েছেন ৪৬ বছর বয়সী ওয়াকার ইউনিস।