এবারের বিপিএলে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশীরাইঃ জয়াবর্ধনে

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বদলে দেয়া হয়েছে বিপিএলের নিয়ম। পাঁচজনের পরিবর্তে চারজন বিদেশী থাকবে এবার প্রতিটি দলে। আর এই পরিবর্তন স্থানীয় (দেশীয়) ক্রিকেটারদের গুরুত্ব বাড়াচ্ছে বলে মনে করছেন খুলনা টাইন্টান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে।
'এই বছর নিয়মের পরিবর্তন হয়েছে। চারজন বিদেশী খেলবে। তাই এবার স্থানীয় ক্রিকেটারদের গুরুত্ব বাড়ছে। সাতজন দেশি থাকবে। তাই আমরা তিনজন স্থানীয় ক্রিকেটারকে রেখে দিয়েছি। আশা করি নিলামে আরও কয়েকজন স্থানীয় ক্রিকেটার সাইন করাতে পারব।

'আমরা চারজন ক্রিকেটার রেখে দিয়েছি এবং দুজন বিদেশীকে ইতিমধ্যেই সাইন করিয়েছি। ড্রাফটে আমরা আমাদের অন্য অপশন গুলো নিয়ে ভাববো। ড্রাফট আমাদের হাতে নেই, তবে আমাদের পরিকল্পনা অবশ্যই থাকবে।'
চলতি মাসের ২৮ তারিখের বিপিএল ড্রাফট উপলক্ষে বাংলাদেশে এসে এসব জানিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। বিপিএলের পরিবর্তিত নিয়ম যেকোনো কোচের জন্যই চ্যালেঞ্জিং মনে করছেন তিনি।
'এটা একটা চ্যালেঞ্জ। গত বছর ইচ্ছামতো বিদেশী ক্রিকেটার দলে ভেড়ানো যেতো। অনেক ফ্রেঞ্চাইজি বড় তারকাদের কিনে দলে রেখে দিতো যেন অন্য ফ্রেঞ্চাইজি তাঁদের না কিনতে পারে। এবার আপনি ৮ জন বিদেশী ক্রিকেটারকে নিতে পারবেন।
'অনেক ক্রিকেটার অবিক্রীত থেকে যাবে। তাই কেউ ইনজুরিতে পড়লে তাঁদের বদলি নেয়ার সুযোগ থাকছে। প্রতি বছর তো আর নিলাম হবেনা। তাই কোচদের জন্য চ্যালেঞ্জ নেওয়ার অনেক কিছু থাকছে।'