ডায়নামাইটসে সাকিবের সঙ্গে থাকছেন তিন বিদেশী

ছবি: সাকিব আল হাসান

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ‘প্লেয়ার ড্রাফট’। এর আগেই সবকটি দল নিজেদের রিটেইন করা ক্রিকেটারের তালিকা জমা দিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে।
বিপিএলের সবথেকে সফল দল ঢাকা ডায়নামাইট তাদের রিটেইন করা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছেন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে। তারা জানিয়েছে অধিনায়ক সাকিব আল হাসান এবারের আসরেও খেলবেন ঢাকার হয়ে।

সঙ্গে তিন বিদেশী ক্রিকেটার সুনীল নারিন, রভম্যান পাওয়েল ও কাইরন পোলার্ডকে রেখে দিয়েছে দলটি। মূলত বিদেশী ক্রিকেটারদের উপর ভরসা করেই সফল ঢাকার ফ্র্যাঞ্চাইজি। ফলে এবারও তারা রিটেইন করেছে তিন বিদেশীকে।
এদিকে বিপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি চারজন করে খেলোয়াড় আগের আসর থেকে ধরে রাখতে পারবে। গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে ধরে রাখা খেলোয়াড়ের তালিকা বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে দেওয়ার কথা ছিল ফ্র্যাঞ্চাইজিদের।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাত ফ্র্যাঞ্চাইজির ছয়টিই নির্ধারিত সময়ের মধ্যেই চারজন করে খেলোয়াড়ের তালিকা দিয়ে দিয়েছে। শুধু চট্টগ্রাম ছাড়া। তারা বিপিএলের আগামী আসরে অংশ নিতে অপারগতা প্রকাশ করেছে।
এদিকে জাতীয় নির্বাচনের কারণের বিপিএলের ষষ্ট আসরের সময় সূচি পরিবর্তন করা হয়েছিল। নতুন সূচি অনুযায়ী জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর মাঠে গড়াবে।