promotional_ad

ভাইকিংস তারকার চুক্তি বাতিল

সিকান্দার রাজা, চিটাগাং ভাইকিংস
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বেশ খারাপ সময়ের মধ্য দিয়েই যাচ্ছেন জিম্বাবুয়ের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সিকান্দার রাজা। সম্প্রতি তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জিসি)। ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যানের বিরুদ্ধে চুক্তির নিয়ম ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। 


শনিবার একটি বিবৃতির মাধ্যমে জেসি জানিয়েছে অনাপত্তিপত্র বা এনওসি ছাড়াই ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলেছেন রাজা যেটি বোর্ডের নিয়মের বহির্ভূত। আর এই কারণেই পরবর্তীতে তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। 



promotional_ad

'কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে কমিটি শুধু মাত্র একজন ক্রিকেটারের পরিসংখ্যান, ফিটনেস কিংবা পারফর্মেন্সই দেখে না, পাশাপাশি ব্যবহার, শৃঙ্খলা এবং প্রতিশ্রুতির বিষয়টিতেও (শুধু মাত্র জেসির প্রতি নয়, জিম্বাবুয়ের প্রতিও) গুরুত্ব দিয়ে থাকে,' জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। 


বোর্ডের স???ল শর্তাবলী মানতে ব্যর্থ হয়েছেন রাজা বলেও উল্লেখ করেছে জেসি। আর এই কারণেই তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়ে পরিবর্তে অন্য ক্রিকেটারকে চুক্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে তারা। বোর্ড বলেছে,


'দুর্ভাগ্যক্রমে রাজা সকল শর্ত মানতে ব্যর্থ হয়েছে আর এই কারণে তাঁকে কমিটি সিদ্ধান্ত নিয়েছে এবার তাঁকে চুক্তির আওতায় না আনার। তাঁর পরিবর্তে অন্যান্য ক্রিকেটারদের চুক্তির আওতায় আনা হবে যারা ধারাবাহিকভাবে তাঁদের পেশাদারিত্ব দেখিয়ে আসছে এবং দেশকে প্রতিনিধিত্ব করার ইচ্ছা পোষণ করছে।'



অবশ্য চুক্তি থেকে বাদ পড়লেও রাজার জন্য সুখবর হলও জাতীয় দলের দরজা খোলাই রয়েছে তাঁর। বোর্ডের দেয়া তথ্য মতে, 'যেসব ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তিতে নেই- এখন রাজাও তাঁদের মধ্যে একজন- তাঁদেরকে সবসময়েই জাতীয় দলের জন্য মনোনীত করতে পারে নির্বাচক প্যানেল। ক্রিকেটার বাছাই করার আগে এখানে কয়েকটি বিষয় বিবেচনা করা হয়।'


উল্লেখ্য বাংলাদেশ ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সিকান্দার রাজার নাম। গত ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) আসরে গাজি গ্রুপের হয়ে খেলে গিয়েছেন তিনি। আর বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসর চিটাগাং ভাইকিংসের হয়ে মাঠ মাতিয়েছেন এই ক্রিকেটার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball