আইপিএলে নতুন ভূমিকায় নেহরা

ছবি: আশিস নেহরা

|| ডেস্ক রিপোর্ট ||
টানা ব্যর্থতার কারণে ইতিমধ্যেই কোচ ড্যানিয়েল ভেট্টোরিকে ছাটাই করেছে আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যানেজমেন্ট। এছাড়া দলের কোচিং স্টাফের আরও কয়েকজনকে বাদ দিয়েছে তারা।
নতুনভাবে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আগের মৌসুমে দলটির ব্যাটিং কোচের দায়িত্বে থাকা গ্যারি কারস্টেনকে। এছাড়াও সাবেক ভারতীয় বোলার আশিস নেহরাকে রেখে দেওয়া হয়েছে কোচিং স্টাফে।

এবার কারস্টেনের অধীনে কাজ করবেন নেহরা। তবে বোলিং কোচ হিশেবে নয়, বরঞ্চ 'কোচিং লিডারশীপ টিম' পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে আনন্দিত নেহরা। জানিয়েছেন,
'শেষ মৌসুমে ব্যাঙ্গালুরুর কোচিং দলের সঙ্গে যোগ দিতে পারাটা আমার জন্য সম্মানের ছিল। দলের সঙ্গে আমার কাজ করার ধরণও বেশ আন্তরিক ছিল। আমি দলের ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই আমাকে নতুন ভূমিকায় নিয়ে আসার জন্য। একটি সফল মৌসুমের অপেক্ষায় আছি।'
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ঠিকই খেলা চালিয়ে যাবেন প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স। দলের চেয়ারম্যান এরই মাঝে নিশ্চিত করেছেন এমন সংবাদ।