ক্রিকেট বাণিজ্যিকরণে মর্মাহত কোহলি

ছবি: বিরাট কোহলি

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||
টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টির পরে বাজারে এসেছে ১০০ বলের ক্রিকেট ম্যাচ। যদিও আন্তর্জাতিক অঙ্গনে এই ফরম্যাটের আসর এখনো হয়নি, তবে ইংল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের অভ্যন্তরীণ ক্রিকেটে ইতিমধ্যেই আলোর মুখ দেখেছে এই ফরম্যাটটি।
যদিও এই ফরম্যাটে খেলার আগ্রহ একেবারেই নেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। '১০০ বলের ক্রিকেটের সঙ্গে যারা জড়িত তাদের জন্য বিষয়টি অনেক উত্তেজনার; কিন্তু সত্যি বলতে নতুন কোনো ফরম্যাটের কথা আমি ভাবতে পারছি না।'

'আমি আইপিএল খেলতে ভালোবাসি, বিগ ব্যাশ দেখতে ভালবাসি; কেননা এসব জায়গায় প্রতিযোগিতা আছে। ক্রিকেটার হিসেবেই এটাই আপনার চাওয়া।'; সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন কোহলি।
মূলত ক্রিকেটের এসব বাণিজ্যিকরণে মর্মাহত ভারতের অধিনায়ক। তার মতে, এসব কারণেই ক্রমশ অজনপ্রিয় হয়ে যাচ্ছে টেস্ট ক্রিকেট আর প্রথম শ্রেণীর ক্রিকেট। ক্রিকেটের সৌন্দর্য রক্ষায় কোহলি আরও জানান,
'মাঝেমধ্যেই বাণিজ্যিক কারণে ক্রিকেট তার গুনাগুণ হারায় যা বরাবরই আমার অপছন্দের। নতুন কোনো ফরম্যাটে আমি খেলতে চাই না। ১০০ বলের আসর যারা শুরু করবে সেই বিশ্ব একাদশের হয়েও থাকতে চাই না।
'আপনি যদি প্রথম শ্রেণীর ম্যাচকে গুরুত্ব না দেন, তাহলে মানুষ লম্বা দৈর্ঘ্যের ম্যাচে আগ্রহ হারাবে। আর টি-টুয়েন্টি আসার পরে সব ক্রিকেট বোর্ডেরই উচিত প্রথম শ্রেণীর মান নিয়ে সচেতন হওয়া। তখন ক্রিকেটারদের মনঃসংযোগে সুবিধা হবে।'