promotional_ad

সিডনি থান্ডারে রুট-বাটলার

রুট ও বাটলার
promotional_ad

২০১৮-১৯ বিগ ব্যাশ লীগে সিডনি থান্ডারের হয়ে খেলবেন দুই তারকা ইংলিশ ক্রিকেটার জো রুট এবং জস বাটলার। শুক্রবারই (২৪শে অগাস্ট) আনুষ্ঠানিকভাবে থান্ডারদের সাথে যোগ দিয়েছেন রুট এবং বাটলার। আসন্ন ক্যারিবিয়ান সফরের আগে বিগ ব্যাশে মোট ৭টি ম্যাচ খেলবেন এই দুই ক্রিকেটার। 


এদিকে বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়ে যথেষ্ট রোমাঞ্চিত এবং আপ্লূত ইংলিশ টেস্ট অধিনায়ক রুট। এই প্রসঙ্গে তিনি বলেছেন, 'আপনি যার সাথেই কথা বলবেন সেই বিগ ব্যাশকে একটি রোমাঞ্চকর টুর্নামেন্ট হিসেবে উল্লেখ করবে। আপনি অবশ্যই এই টুর্নামেন্টের সাথে যুক্ত হতে চাইবেন এবং আমি নিজেও দারুণ রোমাঞ্চিত সিডনি থান্ডারের হয়ে খেলার বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়ে।'



promotional_ad

সিডনি থান্ডারের কোচ শেন বন্ডের সাথে এর আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে জো রুটের। এবার আবারো সেই সুযোগটি তৈরি হয়েছে তাঁর সামনে। বন্ডের সাথে পুনরায় কাজ করার জন্য মুখিয়েও আছেন তিনি। রুট বলেছেন,  'আমার শেন বন্ডের (থান্ডার কোচ) সাথে দারুণ কিছু অভিজ্ঞতা রয়েছে এর আগে যখন তাঁর সাথে কাজ করেছি এবং আমি আবারো তার সাথে কাজ করতে মুখিয়ে আছি।'


অপরদিকে জস বাটলার এর আগের বছরে ৬টি ম্যাচ খেলেছেন সিডনি থান্ডারের হয়ে। সেখানে ভালোই সময় কাটিয়েছিলেন তিনি। এবার আবারও একই দলের হয়ে বিগ ব্যাশ মাতাতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। তাঁর ভাষ্যমতে,  



'আমি সেখানে দারুণ সময় কাটিয়েছি, দলের পরিবেশ ছিল দারুণ। এখানে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, তবে পাশাপাশি শেন ওয়াটসনের মতো অভিজ্ঞরাও রয়েছে। যার অধীনে আমি খেলার অপেক্ষায় আছি। আমি থান্ডারদের হয়ে ফিরতে উন্মুখ হয়ে আছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball