মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কান টি-টুয়েন্টি লীগ

ছবি:

আগামী ২১ আগস্ট পর্দা উঠছে এসএলসি টি২০ লীগের। আসন্ন এই আসর চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) টুর্নামেন্টটির পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। সঙ্গে নাম ঘোষণা করা হয়েছে অংশগ্রহণ করা চার দলের অধিনায়কেরও।
এই টি২০ আসরে দীনেশ চান্দিমাল গল, অ্যাঞ্জেলো ম্যাথিউস কেন্ডি, থিসারা পেরেরা ডাম্বুল্লা ও সুরাঙ্গা লাকমল গল দলের নেতৃত্ব দেবেন। এই টুর্নামেন্টে মোট ৮৪ জন ক্রিকেটার খেলবেন।

ইতিমধ্যে দলগুলো তাদের ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। গ্রুপ পর্বে প্রতিটি দল ৬ টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।
টুর্নামেন্টের মোট ১৩ ম্যাচ অনুষ্ঠিত হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসন্ন এই টুর্নামেন্টে কোনো বিদেশী ক্রিকেটারকে দেখা যাবে না। ৮৪ জন ক্রিকেটারের প্রত্যেকেই শ্রীলঙ্কান।
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২১ আগস্ট | কলম্বো বনাম গল | আর প্রেমাদাসা স্টেডিয়াম |
কেন্ডি বনাম ডাম্বুল্লা | আর প্রেমাদাসা স্টেডিয়াম | |
২২ আগস্ট | কলম্বো বনাম কেন্ডি | আর প্রেমাদাসা স্টেডিয়াম |
গল বনাম ডাম্বুল্লা | আর প্রেমাদাসা স্টেডিয়াম | |
২৫ আগস্ট | গল বনাম কেন্ডি | ডাম্বুল্লা স্টেডিয়াম |
কলম্বো বনাম ডাম্বুল্লা | ডাম্বুল্লা স্টেডিয়াম | |
২৬ আগস্ট | কলম্বো বনাম গল | ডাম্বুল্লা স্টেডিয়াম |
কেন্ডি বনাম ডাম্বুল্লা | ডাম্বুল্লা স্টেডিয়াম | |
২৯ আগস্ট | গল বনাম ডাম্বুল্লা | পাল্লেকেলে স্টেডিয়াম |
কলম্বো বনাম কেন্ডি | পাল্লেকেলে স্টেডিয়াম | |
৩০ আগস্ট | গল বনাম কেন্ডি | পাল্লেকেলে স্টেডিয়াম |
কলম্বো বনাম ডাম্বুল্লা | পাল্লেকেলে স্টেডিয়াম | |
২ সেপ্টেম্বর | ফাইনাল | আর প্রেমাদাসা স্টেডিয়াম |