কুমিল্লা-অ্যাডিলেড দোটানায় রাশিদ খান

ছবি: রশিদ খান

আসন্ন জাতীয় নির্বাচনের জন্য নভেম্বরে শুরু হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জনপ্রিয় এই টি২০ টুর্নামেন্টের আগামী আসর বসবে ২০১৯ সালের ৫ জানুয়ারী।
এমনটাই জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। প্রায় একই সময়ে মাঠে গড়াবে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি২০ লীগ বিগ ব্যাশ।

আগামী ১৯ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরুর সময় নির্ধারণ করা হয়েছে। শেষ হবে ১৭ ফেব্রিয়ারী। ফলে অনেক বিদেশী ক্রিকেটারই অংশ নিতে পারছেন না বাংলাদেশ প্রিমিয়ার লীগে।
তাদেরই একজন আফগান তারকা স্পিনার রশিদ খান। বিপিএলের গত আসরে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন। তবে আসন্ন আসরে দেখা যাচ্ছে না এই তরুণ লেগ স্পিনারকে।
এই সময়ে তিনি ব্যস্ত থাকবেন বিগ ব্যাশে। বিগ ব্যাশের গত আসরে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে মাঠে খেলেছিলেন এই আফগান তারকা।
স্ট্রাইকার্সের হয়ে রশিদ বিবিএলে অন্যতম সেরা বোলার ছিলেন। ১১ ইনিংসে ৫.৬৫ ইকনোমি রেটে তিনি সর্বোচ্চ ১৮ উইকেট নিয়েছেন।
এমন পারফর্মেন্সের পর রশিদকে রেখে দিয়েছে তার দল স্ট্রাইকার্স। ফলে একই সময়ে মাঠে গড়ানো বিপিএলে দেখা যাবে না তাকে।