না ফেরার দেশে বিপিএল চেয়ারম্যান সিনহা

ছবি: ছবিঃ- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা আর নেই। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
দেশের অন্যতম সেরা এই ক্রীড়া সংগঠক লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন বেশ কিছুদিন যাবত। এরপরে গত কয়েক মাস সিঙ্গাপুর ও থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি।

কিন্তু অবস্থার উন্নতি না ঘটায় শেষপর্যন্ত মৃত্যুর কাছেই হার মানেন বরেণ্য এই ক্রীড়া সংগঠক। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস একটু আগে মিডিয়ার কাছে বিষয়টি নিশ্চিত করেন।
তার অকাল মৃত্যুতে বিসিবি শোক প্রকাশ করেছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আফজালুর রহমান সিনহার মরদেহ ভারত থেকে কখন দেশে আনা হবে তা জানা যায়নি।
আমরা ক্রিকফ্রেঞ্জি পরিবার, তার এই অকাল প্রয়াণে গভীর সমবেদনা জানাচ্ছি, তার রুহের মাগফেরাত কামনা করছি।