আইসিসির অনুমতি পেল আফগান ফ্র্যাঞ্চাইজি লীগ

ছবি:

বিশ্ব জুড়েই চলছে ফ্র্যাঞ্চাইজি লীগের উন্মাদনা। সেই স্রোতে গা ভাসাচ্ছে আফগানিস্তানও। তারা আয়োজন করতে চলেছে নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আফগানিস্তান প্রিমিয়ার লীগ (এপিএল)।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই টুর্নামেন্টের অনুমতি দিয়েছে। গত মাসে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আইসিসির কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিসি)।
এই টুর্নামেন্টের অনুমতি দিয়েছে আইসিসির গ্লোবাল গভর্নিং বডি। আইসিসির সদস্য দেশগুলোর বোর্ডের এনওসি প্রাপ্ত ক্রিকেটাররা এই টুর্নামেন্ট খেলার সুযোগ পাবেন। এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আরব আমিরাতে।

চলতি বছরের অক্টোবরের ৫ তারিখ এই টুর্নামেন্টের পর্দা উঠবে। চলবে ২১ অক্টোবর পর্যন্ত। এই টুর্নামেন্টের প্রথম আসরে অংশ নিচ্ছে ৫টি দল। দলগুলো হলো কাবুল, নঙ্গারহার, কান্দাহার, বালখ এবং পাকতিয়া।
দলগুলোর ফ্র্যাঞ্চাইজি এখনও নিশ্চিত হয়নি। চলতি মাসের মাঝামাঝি দলগুলোর মালিকানা নিশ্চিত হবে। এসিবির পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই ৪০ জন বিদেশী ক্রিকেটার এপিএলে খেলতে আগ্রহের কথা জানিয়েছে।
গত বছরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আফগানিস্তানে। সেটিও বেশ সাড়া জাগিয়েছিল। যেখানে খেলেছেন বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারও। এপিএলে আরও বেশি সংখ্যক বিদেশী খেলবে বলে আশাবাদী আফগান ক্রিকেট বোর্ড।