সমস্যার কারণ বিপিএলে পাঁচ বিদেশী ফর্মুলা?

ছবি: ছবিঃ- এএফপি

বাংলাদেশ দলের জয়ের দিনে পারফর্মেন্স করে থাকেন সিনিয়ররাই। এমনকি হারের দিনেও পারফর্মেন্স করে থাকেন দলের পাঁচজন সিনিয়র ক্রিকেটার। এর বাইরে যেন দলে অন্য কেউ নেই!
প্রতিনিয়তই ব্যর্থ হচ্ছেন সাব্বির-বিজয়রা। যার কারণে বাড়তি চাপ নিতে হয় সাকিব- তামিমদের। এই সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন দেশ সেরা কোচ সরোয়ার ইমরান।
তার মতে ঘরোয়া ক্রিকেট থেকেই সমাধান করতে হবে এই সমস্যার। বিশেষ করে বিপিএলে যদি পাঁচজনের জায়গায় চারজন বিদেশী ক্রিকেটার খেলে তাহলেই দেশীয় একজন জুনিয়র ক্রিকেটার নিজেকে প্রমাণ করার সুযোগ পান।

একইসাথে দেশের ঘরোয়া ক্রিকেট গুলোতে আম্পায়ারিংয়ের মানও প্রশ্নবিদ্ধ। লীগ গুলোতে বাজে আম্পায়ারিংয়ে অপমৃত্যু ঘটে অসংখ্য সুন্দর ইনিংসের। এই বিষয়ে নজর দেওয়ার মত তার।
বিশেষ করে জুনিয়র ক্রিকেটাররা সিনিয়রদের ছত্রছায়া থেকে বের হয়ে আসলেই সমস্যার সমাধান হবে অনেকটুকু, মনে করেন তিনি। এক্ষেত্রে সকলের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া দরকার মনে করে হোম অফ ক্রিকেটের সামনে থেকে সাংবাদিকদের তিনি আরও জানান,
'সমাধান ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করতে হবে আমাদের। এই জিনিষ গুলো ভালো করতে হবে। সঙ্গে আম্পায়ারিংয়ের মানও বাড়াতে হবে। আরেকটা জিনিষ হচ্ছে ওদের যদি সব সময় জুনিয়র হিসেবেই দেখে যাই তাহলে ওরা সামনে আগাতে পারবেনা। তাদেরকেও দায়িত্ব দিতে হবে।
'যেমন বিপিএলে পাঁচ জনের জায়গায় চারজন বিদেশী খেলতো তাহলে জুনিয়ররা দায়িত্ব নিতে পারতো। এসব ব্যাপারগুলো আমাদের চিন্তা করতে হবে। আর জুনিয়রদের জুনিয়র হিসেবে দেখা ঠিক না, ওদেরকে বড় দায়িত্ব দিতে হবে যাতে ওরা দেশের জন্য বড় কিছু করতে পারে।'