নতুন দলে ডোয়াইন ব্রাভো

ছবি:

বিগব্যাশের গত আসরে মেলবোর্ন স্টারসের হয়ে মাঠ মাতিয়েছিলেন দুই ইংলিশ তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন এবং লুক রাইট। তবে এবার দুই তারকাকে আর পাচ্ছে না মেলবোর্ন স্টারস।
তবে দমে যেতে রাজি নয় বিগব্যাশের এই দলটি। আসন্ন বিগব্যাশে আরও ভালো খেলার জন্য দুজন নতুন বিদেশীকে দলে ভিড়িয়েছে তারা। একজন হচ্ছে ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ।

আরেকজন হচ্ছে ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্রাভো। এই দুজন ক্রিকেটারের বিগব্যাশে খেলা এবারই প্রথম নয়। অ্যাডিলেড স্ট্রাইকারসের হয়ে আগেই বিগ ব্যাশে খেলেছেন লেগস্পিনার আদিল রশিদ।
অপরদিকে ২০১৪ সাল থেকে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলছিলেন ব্রাভো। এদিকে ২০১৬ সাল থেকেই জাতীয় দলে খেলছেন না উইন্ডিজ ক্রিকেটার ব্রাভো। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার আইপিএলে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
তার দল চেন্নাই সুপার কিংসও উঠে গিয়েছে আসরের ফাইনালে। ২৭ই মে অনুষ্ঠিতব্য সেই ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ অথবা কলকাতা নাইট রাইডার্স।