ব্যাটসম্যানদের পারফর্মেন্সে হতাশ উইলিয়ামসন

ছবি:

প্রথম কোয়ালিফায়ারের লো স্কোরিং ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে দুই উইকেটে হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই জয়ে স্বভাবতই হতাশ হয়েছেন হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।
ম্যাচ হারের কারণ হিসেবে ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই ইঙ্গিত করেছেন এই কিউই তারকা। সামনের ম্যাচে কলকাতা অথবা রাজস্থানের বিপক্ষে খেলতে নামতে হবে তাদের। ম্যাচ শেষে উইলিয়ামসন জানান,
'উইকেট বোলিং উপযোগী ছিল। ব্যাটিংয়ে আমরা কিছু রান কম করেছি। আরও ২০ রানের মতো করা দরকার ছিল। বোলাররা ভালো করায় ম্যাচটি আমাদের দিকে চলে এসেছিলো।

'কিন্তু পুর্বে আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, এই ম্যাচে সেটা পারিনি। আশা করি কলকাতায় ভালো করে আমরা আবার এখানে ফিরবো। এই ম্যাচে আমরা যত ভুল করলাম সেটা থেকে শিক্ষা নিয়েই পরবর্তী ম্যাচে যেতে চাই।'
শেষে ফাফ ডু প্লেসির প্রশংসা করেন তিনি। ম্যাচটিতে ৪২ বলে ৬৭* রানের অনবদ্য এক ইনিংস খেলেন ডু প্লেসি। আফ্রিকার অধিনায়কের পাশাপাশি শারদুল ঠাকুরের ৫ বলে ১৫* রান ইনিংসটিকেও সাধুবাদ জানান তিনি।
ম্যাচ শেষে উইলিয়ামসন এই প্রসঙ্গে জানান, 'চেন্নাইয়ের লোয়ার অর্ডার দারুণ খেলেছে। ফাফ ডু প্লেসিও অবিশ্বাস্য একটি ইনিংস খেলেছে। পরবর্তী ম্যাচে আমাদের আরও ভালো খেলতে হবে।'