promotional_ad

প্রতিশোধ নিতে পারবে কলকাতা?

promotional_ad

প্লে-অফে জায়গা করে নিতে পাঞ্জাবের জন্য সমীকরণটা সহজ হলেও কলকাতার জন্য কঠিনই বলা যায়। এক ম্যাচ জিতলেই রবিচন্দ্র অশ্বিনের দল চলে যাবে প্লে-অফের আরও কাছে।


আর কলকাতা হেরে গেলে তাদের জন্য হিসেবটা কঠিন হয়ে যাবে। এই সমীকরণ মাথায় নিয়েই ঘরের মাঠে নাইট রাইডার্সদের আতিথ্য দিবে কিংস ইলেভেন পাঞ্জাব। 


শনিবার দিনের প্রথম খেলায় বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি। দুই দলের শেষ দেখায় ৯ উইকেটে জিতেছিল গেইল-লোকেশ রাহুলরা। 



promotional_ad

প্রতিপক্ষ কলকাতা হওয়ার কারণে খুশিই হতে পারেন ক্রিস গেইল। কারণ দুদলের শেষ দেখায় খেলা হয়নি ক্রিস গেইলের। তাই এই ম্যাচে নিজের সেরাটা দিতেই মুখিয়ে আছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।


আর শেষ দুই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি এই ব্যাটিং দানব। এছাড়াও তার ব্যাটিং সঙ্গী লোকেশ রাহুল আছেন দারুণ ফর্মে। তাই কলকাতার বোলারদের উপর ভারী হয়ে উঠতে পারেন এই দুই ওপেনাররা।


অন্যদিকে এখন পর্যন্ত নিজেদের সেরাটা দিতে পারেনি কলকাতা। জয় পেলেও সেটার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দীনেশ কার্ত্তিকের দল। যেকারণে পাঞ্জাবের বিপক্ষে ব্যাকফুটে থেকেই মাঠে নামবে তারা।



কিংস ইলেভেন পাঞ্জাবের সম্ভাব্য একাদশঃ লোকেশ রাহুল, ক্রিস গেইল, করুন নায়ার, আকাশদীপ নাথ, মনোজ তিওয়ারি, মার্কাস স্টোয়নিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্র অশ্বিন (অধিনায়ক), অ্যান্ড্রু টাই, মোহিত শর্মা, মুজিব উর রহমান


কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশঃ সুনীল নারাইন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নীতীশ রানা, দিনেশ কার্ত্তিক (অধিনায়ক এবং উইকেট রক্ষক), আন্দ্রে রাসেল, রিংকু সিং / শুভম্যান গিল, টম কুরন, পীযুষ চওলা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ / শিবম মভি



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball