সাকিবের ভূয়সী প্রশংসায় জেমস হোপস

ছবি:

ফিরোজ শাহ কোটলায় দুই তারকা শিখর ধাওয়ান ও কেন উইলিয়ামসনের দৃঢ়তায় ১৮৮ রানের বড় লক্ষ্য তাড়া করেই ৯ উইকেটের দারুণ জয়ে প্লে অফ নিশ্চিত করলো হায়দ্রাবাদ।
যদিও এই ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করে দিল্লীকে লড়াকু পুঁজি এনে দিয়েছিলেন দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পান্ত। তাতেও শেষরক্ষা হয়নি। অবশ্য দিল্লী শিবিরে শুরুতেই আঘাত এনেছিলেন সাকিব আল হাসান।

নিজের প্রথম ওভারেই দুই ওপেনার পৃথ্বী শ্ব ও জেসন রয়কে সাজঘরে ফেরান টাইগার অলরাউন্ডার সাকিব।
দলীয় ২১ রানের মধ্যেই শ্ব ৯ রান ও রয় ১১ রান করে আউট হয়ে ফিরেন।
অবশ্য এদিনে খরুচে ছিলেন দলের আরেক স্পিনার রাশিদ খান। চার ওভার করে ৩৫ রান দিয়ে উইকেট শুন্য ছিলেন আফগান এই ক্রিকেটার। ম্যাচ শেষে এগুলো নিয়েই কথা বলেছেন দিল্লীর বোলিং কোচ জেমস হোপস।
সাবেক অজি এই অলরাউন্ডার জানান, 'ওদের দুইজন খুবই ভালো স্পিনার আছে। রাশিদের দিনটা খারাপ গিয়েছে কিন্তু তার জন্য খারাপ হচ্ছে চার ওভারে ৩০ রান খরচা করা। 'আর সাকিব তো বছরের পর বছর বাংলাদেশ ও আইপিএলে কাজ করে আসছে। হ্যা, তারা খুবই ভালো দল এবং তারা সফলতার সাথে পরিকল্পনা অনুযায়ী খেলে আসছে।'