promotional_ad

ঢাকার অধিনায়ক সুজন, আকরামের অধীনে চট্টগ্রাম

promotional_ad

আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলটদের মতো সাবেক ক্রিকেটারদের নিয়ে গত দুই বছর থেকে থেকে অনুষ্ঠিত হয়ে আসছে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল।


প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি। জানা গেছে সূচি অনুযায়ী আগামী মাসের ২ তারিখে মাঠে নামবেন আকরাম, সুজন, পাইলটরা। এর আগের আসরগুলোতে অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিলো ৬টি।


তবে এবার টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে ৫টি দল। মূলত ক্রিকেটারদের সংখ্যা কম থাকার কারণেই এবারের আসরে দল কমিয়ে আনা হয়েছে বলে জানা গেছে। অংশগ্রহণকারী পাঁচ দলগুলো হলো বেক্সিমকো গ্রুপ ঢাকা, র'নেশন্স খুলনা মাস্টার্স, সিলেট মাস্টার্স, অ্যামবার চিটাগং মাস্টার্স ও এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স।


এই পাঁচ দলের মধ্যে বেক্সিমকো ঢাকার অধিনায়ক হিসেবে থাকছেন টাইগারদের বর্তমান ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এবং খুলনা মাস্টার্স খেলবে জাতীয় দলের সাবেক নির্বাচক ফারুক আহমেদের অধীনে।



promotional_ad

অপরদিকে চট্টগ্রামের নেতৃত্বভার বর্তেছে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কাঁধে, রাজশাহীকে নেতৃত্ব দিবেন খালেদ মাসুদ পাইলট এবং সিলেটের অধিনায়ক হিসেবে থাকবেন নাইমুর রহমান দুর্জয়।


দেখে নিন পাঁচ দলের স্কোয়াড-


বেক্সিমকো ঢাকা: ফয়সাল হোসেন ডিকেন্স, মেহরাব হোসেন অপি, সজল চৌধুরী, তালহা জুবায়ের, মো: রফিকুল ইসলাম, রাশেদুল হক সুমন, ইমরান পারভেজ, মোর্শেদ আলী খান সুমন, মিনহাজ আহমেদ শাফিল, এসএম গোলাম ফাইয়াজ, মিনহাজুল আবেদীন নান্নু, মীর জিয়াউদ্দিন আহমেদ ও ইমরান হামিদ পার্থ।


র'নেশন্স খুলনা:  হাসানুজ্জামান ঝরু, মো: সেলিম, জামালউদ্দিন আহমেদ, নিয়াজ মোর্শেদ পল্টু, শফিউদ্দিন বাবু, এসকে. গোলাম মোস্তফা, আসাদুল্লাহ খান বিপ্লব, সাফাক আল জাবির, নাইম আফরোজ খান, জুয়েল হোসেন মনা, মুরাদ খান, হামিন আহমেদ,গাজী আলমগীর ও ফারুক আহমেদ।



সিলেট মাস্টার্স: হান্নান সরকার, হাসিবুল হোসেইন শান্ত, জাকির হাসান, শাহরিয়ার হোসেন বিদু্ৎ, আনিসুল করিম রব্বানি, রাশেদুজ্জামান রাসেল, সাইফুল্লাহ খান জেম, তৌহিদ হোসেন শ্যামল, সঞ্জয় চক্রবর্তী, মো: সাইফুল হোসেন খান, ফাহিম মুনতাসির সুমিত, তাসরিকুল ইসলাম তোতাম ও সোহেল হোসেন পাপ্পু।


অ্যামবার চিটাগং: মাসুদুর রহমান মুকুল, আহসানউল্লাহ হাসান, শাহনেওয়াজ কবীর শুভ্র, আজম ইকবাল, তারেক আজীজ খান, সানোয়ার হোসেন, হুমায়ুন কবীর, মোবালিগ জেমস, জহুরুল হক খান রাসেল, জাহাঙ্গীর আলম, জোবায়ের মো: ইসতিয়াক ও মাহমুদুল হাসান রানা। ম্যাচ।


এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স: আলমগীর কবির, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, এহসানুল হক সেজান, হারুনুর রশিদ লিটন, নাইমুর রশীদ রাহুল, ইকবাল হোসেন, ওয়াসেল উদ্দিন আহমেদ, আনিসুর রহমান সঞ্জয়, আলী আরমান রাজন, মনিরুল ইসলাম তাজ, বাকি বিল্লাহ হিমেল ও ইমতিয়াজ আহমেদ পলাশ। ১০০ বলের ৪ দিনের জমজমাট টুর্নামেন্টটি শেষ হবে ৫ মে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball