promotional_ad

বোলারদের নৈপুণ্যে জিতলো পাঞ্জাব

promotional_ad

ক্রিস গেইলকে ছাড়াই দিল্লীর ডেয়ারডেভিলসকে চার রানে হারিয়ে দিয়েছে প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাব। হালকা ইনজুরি থাকায় ম্যাচটি খেলেননি গেইল; কোনো প্রকার ঝুঁকি নিতে রাজি হয়নি পাঞ্জাব দলের ম্যানেজমেন্ট।


এদিনে টসে জিতে বোলিং বেঁছে নেন দিল্লীর অধিনায়ক গৌতম গম্ভীর। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন দিল্লীর পেসাররা। শুরুতেই পাঞ্জাব ওপেনার অ্যারন ফিঞ্চের (২ রান) উইকেট তুলে নেন তরুণ পেসার আভেশ খান।


কিন্তু আরেক ওপেনার লোকেশ রাহুল তিনে নামা মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে সমান দাপটেই ব্যাট চালাতে থাকেন। কিন্তু বেশি দূর যেতে পারেননি তারা। ব্যাক্তিগত ২৩ রানে রাহুলকে এবং ব্যক্তিগত ২১ রানে আগারওয়ালকে তুলে নেন লিয়াম প্লাঙ্কেট।



promotional_ad

এরপরে আর দিল্লীর পেসারদের সামনে দাঁড়াতে পারেনি পাঞ্জাবের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট পরতে থাকে পাঞ্জাবের। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান (চারটি চারে) করেন করুন নায়ার। শেষের দিকে ১৯ বলে একটি করে চার ছক্কায় ২৬ রান করেন ডেভিড মিলার।


শেষমেশ বিশ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৪৩ রান করে পাঞ্জাব। দিল্লীর বোলারদের মধ্যে লিয়াম প্লাঙ্কেট তিনটি, ট্রেন্ট বোল্ট এবং আভেশ খান দুটি করে উইকেট লাভ করে।


জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে থাকে দিল্লী। দলীয় ২৫ রানে অভিষিক্ত পৃথ্বী শ্ব'য়ের (১০ বলে চারটি চারে ১২ রান) উইকেট হারায় তারা। ৭৬ রানের মধ্যে হারায় আরও চারটি উইকেট।



এদিনে ব্যর্থ ছিলেন গৌতম গম্ভীর (৪), রিশভ পান্ত (৪), গ্লেন ম্যাক্সওয়েল (১২) এবং ড্যান ক্রিশ্চিয়ান (৬)। মাঝেপথ থেকে ম্যাচ জেতানোর চেষ্টায় নামেন স্রেয়াশ আয়ার (৪৫ বলে ৫৭ রান) এবং রাহুল তেওয়াটিয়া (২১ বলে ২৪ রান)।


কিন্তু শেষপর্যন্ত আট উইকেট হারিয়ে ১৩৯ রানেই থামতে হয় তাদের। পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নেন অঙ্কিত রাজপুত, এন্ড্রু টাই এবং মুজিব উর রহমান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball