promotional_ad

আজ ইতিহাস গড়তে পারবেন সাকিব?

promotional_ad

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে গত ম্যাচে মাত্র একটি উইকেট পেলেই টি টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেটের মালিক হয়ে যেতেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচটিতে কিংসরা ৯ উইকেটের জয় পাওয়ায় শেষ পর্যন্ত অপেক্ষা আরেকটু বেড়েছে সাকিবের।


অবশ্য আগের ম্যাচে ব্যর্থ হলেও আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষেই হয়তো ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন সাকিব। শুধু তাই নয়, প্রথম বাংলাদেশি হিসেবে আজ ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর পাশে জায়গা করে নেয়ারও সুযোগ থাকছে সাকিবের সামনে।


এখন পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে চার হাজার রানের পাশাপাশি বল হাতে ৩০০ উইকেট শিকারের রেকর্ডে নাম রয়েছে শুধুমাত্র ব্রাভোর। নিজের টি টোয়েন্টি ক্যারিয়ারে ৩৭৯ টি ম্যাচে ৫৬০৭ রান করা ছাড়াও ব্রাভোর উইকেট সংখ্যা ৪১৬টি।


অপরদিকে ২৫৮ ম্যাচে ২৯৯ টি উইকেট শিকার করেছেন সাকিব এবং ব্যাট হাতে তাঁর সংগ্রহ ৪০৪৩ রান। এই রেকর্ডটি ছাড়াও আর একটি উইকেট পেলে টি টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেট পাওয়া বোলারদের তালিকার পাঁচেও জায়গা করে নিতে পারবেন সাকিব।


এখন পর্যন্ত ডোয়াইন ব্রাভো ছাড়া টি টোয়েন্টি ফরম্যাটে এই মাইলফলক স্পর্শ করার রেকর্ড আছে লঙ্কান লাসিথ মালিঙ্গা (৩৪৮), পাকিস্তানের শহিদ আফ্রিদি (৩০০) এবং ক্যারিবিয়ান সুনীল নারিনের (৩২৪)। বোলারদের তালিকায় পাঁচে যাবেন সাকিব।


এর আগে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের মালিক হয়েছেন ডোয়াইন ব্রাভো, লাসিথ মালিঙ্গা(৩৪৮টি), শহীদ আফ্রিদি(৩০০টি) ও সুনীল নারাইন(৩২৪টি)। এদিকে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হতে যাওয়া আজকের ম্যাচের আগে কিছুটা পিছিয়ে থেকে মাঠে নামবে হায়দ্রাবাদ।


promotional_ad

কেননা কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে গত ম্যাচে ১৫ রানে হেরে পয়েন্ট টেবিলের চতুর্থতে নেমে গেছে সাকিবদের দলটি। অপরদিকে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে ৬৪ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছিলো চেন্নাই সুপার কিংস।


হায়দ্রাবাদের সমান ৪ ম্যাচে ৩ জয় পেলেও রান রেটে এগিয়ে থাকায় টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে মহেন্দ্রা সিং ধোনির চেন্নাই। তবে পয়েন্ট টেবিলে চেন্নাই এগিয়ে থাকলেও ইকোনমি রেটের দিক থেকে এগিয়ে আছে হায়দ্রাবাদই।


এখন পর্যন্ত এই আইপিএলে মাত্র ৭.৫৪ রেটে রান দিয়েছেন হায়দ্রাবাদের বোলাররা যা ইকোনমি রেটের দিক থেকে সবথেকে সেরা। হায়দ্রাবাদের রয়েছে রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সাকিব আল হাসানদের মতো বিশ্বমানের তারকা বোলাররা।


সুতরাং তাদেরকে সামলাতে হলে বেশ আটঘাট বেঁধেই নামতে হবে চেন্নাইকে। যদিও চেন্নাইয়ের ভয় পাওয়ার কারণও নেই খুব একটা। কেননা তাদেরও রয়েছে যথেষ্ট শক্তিশালী ব্যাটিং লাইন আপ।


অধিনায়ক মহেন্দ্রা সিং ধোনি তো আছেনই, পাশাপাশি আছেন ডোয়াইন ব্রাভো, শেন ওয়াটসন, স্যাম বিলিংস, ইমরান তাহিরদের মতো তারকারা। গত ম্যাচে রাজস্থানের বিপক্ষে ঝড়ো এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অজি অলরাউন্ডার ওয়াটসন। আজ তাই তাঁকে দ্রুত ফেরানোর লক্ষ্য থাকবে হায়দ্রাবাদের বোলারদের।


তার ওপর হায়দ্রাবাদ যেমন বোলিং ইকোনমি রেটে এগিয়ে আছে সবথেকে, চেন্নাই তেমন অবস্থান করছে ব্যাটিংয়ে দ্রুত রান তোলায় সবার ওপরে। এখন পর্যন্ত চার ম্যাচের তিনটিতে জয় পাওয়া চেন্নাইয়ের রান রেট ৯.৬৮। অর্থাৎ প্রায় প্রতি ম্যাচেই এই রেটে রান তুলেছেন চেন্নাইয়ের ব্যাটসম্যানেরা। সুতরাং সবমিলিয়ে একটি দারুণ জমজমাট ম্যাচ দেখার অপেক্ষাতেই আছে হায়দ্রাবাদের লাখো দর্শক।


সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াড-


কেন উইলিয়ামসন (অধিনায়ক), তন্ময় আগারওয়াল, খলিল আহমেদ, বাসিল থাম্পি, রিকি ভুই, বিপুল শর্মা, কার্লোস ব্র্যাথওয়েট, শিখর ধাওয়ান, শ্রীভাস্ত গোস্বামী (উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, মেহেদী হাসান, দীপক হুদা, ক্রিস জর্ডান, সিদ্ধার্থ কাউল, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ নবী, থাঙ্গারাসু নাটারাজান, মনিষ পান্ডে, ইউসুফ পাঠান, রশিদ খান, শচীন বেবি, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), সন্দ্বীপ শর্মা, সাকিব আল হাসান, বিলি স্ট্যানলেক।


চেন্নাই সুপার কিংস স্কোয়াড- 


কেএম আসিফ, চৈতন্য বিষ্ণই, স্যাম বিলিংস, ডোয়াইন ব্রাভো, দীপক চাহার, মহেন্দ্রা সিং ধোনি (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, হরভজন সিং, ইমরান তাহির, রবীন্দ্র জাদেজা, নারায়ন জগদিসান, কেএস শর্মা, মনু কুমার, লুঙ্গি এনগিদি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু,কানিশক শেঠ, করণ শর্মা,  ধ্রুব সোরে, শার্দূল ঠাকুর, শেন ওয়াটসন, মুরলি বিজয়, ডেভিড উইলি, মার্ক উড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball