বড় ধরণের ধাক্কার অপেক্ষায় কলকাতা?

ছবি:

দলের হয়ে চতুর্থ ওভারে বল করতে আসছিলেন আন্দ্রে রাসেল। কিন্তু কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সেই ওভারে পঞ্চম বলটি আর করতে পারেননি তিনি। ডান পায়ে টান ধরে যায় তার।
ওভারটি অবশ্য কেকেয়ার নিতিশ রানাকে দিয়ে চালিয়ে দেয়; কিন্তু শঙ্কা এড়ায়নি রাসেলের। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি। ইনজুরি প্রবণ এই ক্রিকেটার আইপিএলের আগামী ম্যাচ গুলোতে অনিশ্চিত। যদি এক্সরে করানোর পরে এখনো রিপোর্ট আসেনি তার।

তবে ধারণা করা হচ্ছে এবারের আইপিএলে অন্তত কয়েক ম্যাচের জন্য ছিটকে যেতে পারেন তিনি। এই ব্যাপারে নিশ্চিতভাবে জানা যাবে এক্সরে রিপোর্ট পাওয়ার পরে।
ভাগ্য নিতান্তই খারাপ রাসেলের। ক্রিকেট থেকে ডোপ বিতর্কের কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। ফিরেছেন পাকিস্তান সুপার লীগে। পিসি???লেও একই ইনজুরিতে (হ্যামিস্ট্রিং) মাঠের বাইরে তিনি।
এবার আইপিএল খেলতে এসেও নিয়মিতভাবে বল করতে দেখা যেতো না তাকে। আর এই ম্যাচে বল করতে এসে আবারো ইনজুরিতে পরলেন তিনি। এদিকে রাসেলের ইনজুরির ম্যাচটিতে নয় উইকেটে হেরে গিয়েছে কলকাতা। নিঃসন্দেহে দলের জন্য দুঃসংবাদ এটি।