নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে বিপিএলে

ছবি:

বলা হয়ে থাকে আইপিএলের পরেই বিপিএল। কিন্তু প্রযুক্তির ব্যবহারে বিস্তর ফারাক আছে ক্রিকেটের জৌলুস এই দুইটি আসরে। এসব বিষয়েই আজ মিডিয়ার সামনে কথা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। বিপিএলকে আরও জমকালো করার লক্ষ্য তার।
প্রথমে কথা বলেন ব্রডকাস্টিং প্রসঙ্গে; 'আমরাও চাই ব্রডকাস্টিংয়ের মান আরও ভালো হোক। যত বেশি ক্যামেরা ব্যবহার করা যায়। সামনের বিপিএল আরও একটু ঝলমলে করতে চাচ্ছি। এলইডি স্টাম্প ব্যবহার করতে চাচ্ছি এবার। যদি পারা যায় স্পাইডার ক্যামেরা ব্যবহারেরও চিন্তা করছি।'
একইসাথে জানিয়েছেন বিপিএলে রিভিউ সিস্টেম ব্যবহারের কথা। তবে বিপিএলে কিছু সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হয় আয়োজকদের। সেই বিষয়েও কথা বলেছেন এই বোর্ড পরিচালক।

'আগে রিভিউ সিস্টেম ছিল না। সামনে এটা থাকবে। রিভিউ সিস্টেম এলে ক্যামেরা বাড়াতে হবে। স্লো মোশন ক্যামেরা বাড়ালে অতিরিক্ত ব্যয় হবে। সেটি করতেও রাজি। বাজারের কথা চিন্তা করলে ভারতের প্রডাকশন ব্যয় আর আমাদের ব্যয়ের একটা পার্থক্য আছে।
'ভারতের বড় বাজার। তারা অনেক পয়সা খরচ করে। আমরাও সাধ্যমতো চেষ্টা করছি, যাতে ভালো মানের প্রোডাকশন হয়। গতবার যে প্রোডাকশন ছিল আমরা চাই এবার আরও উন্নতি করতে।'
এদিকে খুব দ্রুতই বিপিএল গভর্নিং কাউন্সিলের একটা সভা আছে। সেই সভাতে এসব প্রসঙ্গ নিয়ে আলোচনা করবেন জালাল ইউনুস। সবার মতামত নিয়ে যেটা ভালো হয়, সেটাই করবেন আসন্ন বিপিএলের জন্য।
'শিগগিরই বিপিএল গভর্নিং কাউন্সিলের একটা সভা আছে। অনেক প্রশ্ন যেহেতু আসছে, এগুলো নিয়ে শিগগিরই বসব। বসে আলাপ-আলোচনা করব। সেখানে যদি কোনো পরামর্শ এসে থাকে আমরা নেব, যেন সবারই সমান সুযোগ থাকে।'