আবারো পাঞ্জাবকে জেতালেন গেইল
ছবি:

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে নয় উইকেটে হারিয়েছে ক্রিস গেইলের কিংস ইলেভেন পাঞ্জাব। শুরুতে টসেও জিতেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। কলকাতাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় তারা।
ব্যাটিং করতে নেমে শুরুতে সুনিল নারিনের (১ রান) উইকেট হারালেও ক্রিস লিন (৪১ বলে ছয়টি চার, চারটি ছয়ে ৭৪ রান), দিনেশ কার্তিকদের (২৮ বলে ছয়টি চারে ৪৩) দারুণ ব্যাটিংয়ে ১৯১ রানের বিশাল সংগ্রহ করে শাহরুখ খানের কলকাতা।

এছাড়া মাঝের দিকে রবিন উথাপ্পা করেন ২৩ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৩৪ রান। কিংস ইলেভেনের বোলারদের মধ্যে বারিন্দার স্রান ও এন্দ্রু টাই দুইটি করে উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনাররা। বৃষ্টির কারণে বৃষ্টি আইনে পাঞ্জাবের নতুন লক্ষ্য দাঁড়ায় ১৩ ওভারে ১২৫ রান।
১১.১ ওভারে শুধুমাত্র লোকেশ রাহুলের (২৭ বলে নয়টি চার ও দুটি ছক্কায় ৬০ রান) উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কিংস ইলেভেন পাঞ্জাব। ক্রিস গেইল ৩৮ বলে পাঁচটি চার ও ছয়টি ছক্কায় ৬২* রান করেন। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে গেইলরা।