বিশ্বে সাকিবের মতো অলরাউন্ডার বেশি নেই- মুরলি
ছবি:

সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এখন পর্যন্ত দারুণ পারফর্মেন্স করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে তো বটেই, ব্যাট হাতেও নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি প্রতিনিয়তই।
সাকিবকে দলে ভেড়াতে পেরে তাই বেশ সন্তুষ্ট হায়দ্রাবাদ। দলটির বোলিং কোচ মুত্তিয়া মুরলিধরনও সাকিবের প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি কলকাতার জনপ্রিয় সাংবাদিক বোরিয়া মজুমদারকে দেয়া এক সাক্ষাৎকারে মুরলি সাকিবের বোলিং নিয়ে বলেন,
'আপনি যদি সাকিবের কথা বলেন তাহলে বলতে হবে সে স্পিনের ওপর নির্ভরশীল নয়, বরং তাঁর ভেরিয়েশন অনেক বেশি। আর সে ভিন্নধর্মী একজন বাঁহাতি বোলার কারণ আপনি বিশ্ব ক্রিকেটে তাঁর মতো বাঁহাতি বোলার আর খুঁজে পাবেন না।'

সাকিবের বিপক্ষে এর আগে খেলার অভিজ্ঞতা রয়েছে মুরলিরও। আর তাই তিনি নিজেও জানেন সাকিবের ক্ষমতা সম্পর্কে। সাকিবের মতো অলরাউন্ডার ক্রিকেট বিশ্বে খুব একটা পাওয়া যাবে না বলেই মনে করেন তিনি। লঙ্কান এই কিংবদন্তীর ভাষ্যমতে,
'সে তাঁর দেশের জন্য যা করেছে তার জন্য তাঁকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। আর সে দারুণ একজন ক্রিকেটার, আমি তাঁর বিপক্ষে খেলেছি। সে একজন অসাধারণ একজন টপ অর্ডার ব্যাটসম্যান এবং টপ ক্লাস স্পিনার। আপনি এমন একজন অলরাউন্ডার বিশ্বে খুব একটা পাবেন না।'
যেকোনো পরিস্থিতিতে সাকিব বল করতে সক্ষম বলে বিশ্বাস করেন মুরলিধরণ। আর এই কারণেই গত বছর কলকাতার হয়ে খেলা এই টাইগার অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে হায়দ্রাবাদ উল্লেখ করেন মুরলিধরন। তিনি বলেন,
'স্পিনের দিক থেকে সে অন্য সকলের থেকে আলাদা কারণ সে পাওয়ারপ্লেতে বোলিং করতে পারে, ডেথ ওভারে পারে এমনকি মাঝখানেও বোলিং করতে পারে। এটাই তাঁর ক্লাস এবং হয়তো কলকাতার হয়ে সে গত বছর খুব বেশি ম্যাচ খেলেনি। সুতরাং আমরা এবার তাঁকে এবার নিলাম থেকে নিয়েছি কারণ আমরা ভেবেছি সে আমাদের জন্য অনেক কার্যকরী হবে।'