পারিশ্রমিক পাননি আশরাফুলরা!

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) এবারের আসর শেষ হওয়ার পর কেটে গেছে বেশ কিছুদিন। কিন্তু টুর্নামেন্টটি শেষ হওয়ার পরও এখন পর্যন্ত নাকি পুরো পারিশ্রমিক পাননি কলাবাগান ক্রীড়া চক্রের ক্রিকেটাররা।
আর এই পারিশ্রমিক না পাওয়া ক্রিকেটারের তালিকায় আছেন ডিপিএলে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি হাঁকানো মোহাম্মদ আশরাফুলও। মূলত ডিপিএলের নিয়ম অনুযায়ী লীগ শেষ হওয়ার আগে ক্রিকেটারদের ৭৫ শতাংশ পারিশ্রমিক দেয়ার কথা ছিলো কলাবাগানের।
কিন্তু জানা গেছে মাত্র ৫০ শতাংশ অর্থ দেয়া হয়েছে তাদের। এই ইস্যুতে এরই মধ্যে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে একটি লিখিত অভিযোগ পেশ করেছে কলাবাগানের পারিশ্রমিক না পাওয়া খেলোয়াড়েরা।

ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে এবার তাই কলাবাগানকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। এরই মধ্যে এই বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন। তিনি বলেছেন,
'চিঠিটি আমাদের কাছে হস্তগত হয়েছে। আমরা সেটি নিয়ে আলোচনাও করেছি। আর আমরা অতি শীঘ্রই ক্লাবটিকয়ে চিঠি দিবো এবং শোকজ করবো।'
এদিকে কলাবাগানের থেকে পুরো অর্থ না পাওয়া মোহাম্মদ আশরাফুল এই প্রসঙ্গে জানান, 'গত বছরের থেকে এবার আমাদের ক্রিকেটারদের পারিশ্রমিক অনেক কমানো হয়েছে। কিন্তু এরপরেও যদি পুরো পারিশ্রমিক তারা না দেয় তাহলে তো এটি অবশ্যই দুঃখজনক।'
অবশ্য ক্লাব শেষ পর্যন্ত যদি পারিশ্রমিক না দেয় সেক্ষেত্রে আশরাফুলদের অর্থ পরিশোধ করবে ক্রিকেট বোর্ড বলে জানানো হয়েছে সিসিডিএম থেকে। এই নিয়ে আলী হোসেন বলেছেন,
'ক্রিকেট বোর্ড থেকে ক্লাবগুলো যেমন অনুদান পায় সেই অনুদানের থেকে আমরা এখনও তাদের বাদ দেইনি। আমরা যদি দেখি সেই খেলোয়াড়েরা টাকা না পায় তাহলে অবশ্যই আমাদের বোর্ড এর ব্যবস্থা নিবে।'