বন্ধু রশিদ খানের সাথে প্রতিযোগিতা নেই সাকিবের

ছবি:

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন আফগানিস্তানের স্পিন তারকা রশিদ খান। অপরদিকে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান খেলেছিলেন ঢাকা ডাইনামাইটসের হয়ে।
অবশ্য দুই জন ভিন্ন দলে খেললেও বিপিএল থেকেই রশিদ খানের সাথে সখ্যতা সৃষ্টি হয়েছিলো সাকিবের। আর এবছর তো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসরে একই দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েই খেলছেন তারা।
সুতরাং বলা যায় দুজনের পরিচিতি এবং বন্ধুত্বের পরিধিটা বৃদ্ধি পেয়েছে আরো। তবে সাকিব এবং রশিদ উভয়ই স্পিনার হওয়ায় হায়দ্রাবাদের একাদশে জায়গা পাওয়া নিয়ে রশিদের সাথে সাকিবকে প্রতিযোগিতার মুখে পরতে হতে পারে বলে অনেকেরই ধারণা ছিলো।
কিন্তু স্বয়ং সাকিব অবশ্য এমন ধারণা উড়িয়েই দিয়েছেন। বরঞ্চ তিনি জানিয়েছেন রশিদ খানের সাথে তাঁর তেমন কোনো প্রতিযোগিতাই নেই। একে অপরের মধ্যে ভালো বোঝাপড়াও আছে তাদের।

সাকিব বলেছেন, 'রশিদ খানের সাথে আসলে তেমন কোনো প্রতিযোগিতা নেই। আমার মনে হয় আমরা একে অপরকে ভালোই বুঝি। আমরা একে অন্যকে দীর্ঘ দিন থেকে চিনি, বিপিএল থেকেই।'
রশিদ খানকে নিজের ভালো বন্ধু হিসেবেও আখ্যা দিয়েছেন সাকিব। তাঁর সাথে দলের শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে প্রায়শই আলোচনা হয় জানিয়ে টাইগার এই অলরাউন্ডার বললেন,
'আমরা দুইজন ভালো বন্ধুও। আমরা আমাদের শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে আলোচনা করি এবং অন্য দল নিয়েও। এমনকি আমরা আমাদের ক্রিকেট খেলা নিয়েও আলোচনা করি। সুতরাং এটি আমাকে এবং তাঁকে সাহায্য করে।'
কলকাতা নাইট রাইডার্সে দীর্ঘ দিন কাটিয়ে এবারই হায়দ্রাবাদ দলে নাম লিখিয়েছেন সাকিব। কেকেআরে খেলার অভিজ্ঞতা প্রসঙ্গেও কথা বলেছেন এই টাইগার অলরাউন্ডার। কলকাতা ছেড়ে আসার পর নতুন দলেও দারুণ উপভোগ করছেন উল্লেখ করে সাকিব বলেন,
'কেকেআরের হয়ে সাত বছর খেলাটা অবশ্যই দারুণ ছিলো। দারুণ একটি অভিজ্ঞতা হয়েছে। এখন নতুন দলের সাথে প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করছি।'