সাকিবরা প্রথম, মুস্তাফিজরা দ্বিতীয়তে

ছবি:

সাকিবদের দলের বোলিং লাইনআপকেই সেরা মানছেন অজি তারকা জেমস ফকনার। ক্রিকইনফোর এক আলোচনা অনুষ্ঠানে এসেই তিনি তার মনের অভিব্যক্তি প্রকাশ করেন।
'আমার মনে হয়, সানরাইজার্স সবচেয়ে শক্তিশালী (বোলিং আক্রমণ বিবেচনায়)। আইপিএল ছাড়াও বেশ কয়েকটি টুর্নামেন্টে দারুণ ফর্মে রয়েছেন ভুবনেশ্বর কুমার। তাই ওঁরাই আমার এক নম্বর। এবং কবজির স্পিনার, টি-টোয়েন্টিতে শীর্ষ বোলার কে (রশিদ খানকে ইঙ্গিত করে)?'

এছাড়াও মুস্তাফিজুর রহমানের মুম্বাইয়ের বোলিং আক্রমণকে দ্বিতীয় সেরা মানছেন ফকনার। আর সেটা অবশ্যই দুজন বিশ্বসেরা ‘ডেথ’ বোলার জসপ্রীত বুমরাহ ও মুস্তাফিজুর রহমানের জন্য!
'মুম্বাইয়ের দুই জন ভালো ডেথ বোলার (বুমরাহ ও মুস্তাফিজ) আছে। তাদের একজন বিশ্বের এক নম্বর, অন্যজন দুই নম্বর। এ ছাড়া মায়াঙ্ক মারাকান্দের মতো স্পিনার রয়েছেন মুম্বাই শিবিরে, যিনি উদীয়মান।'
উল্লেখ্য, এবারের আইপিএলে মুম্বাইয়ের হয়ে ৪টি ম্যাচেই খেলেছেন মুস্তাফিজ আর বুমরাহ জুটি। ৫টি করে উইকেট নিয়েছেন দুজনেই। এছাড়া এই দুজনের স্ট্রাইক রেটও প্রায় একই। বুমরাহ ১৯.২ এবং মুস্তাফিজের ১৯।