সাকিবদের সম্ভাব্য একাদশ
ছবি:

মোহালিতে আইপিএলের ১৬তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে নামছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ।
এদিকে এই ম্যাচে দেখা যাবে বিশ্বসেরা কয়েকজন স্পিনারের দ্বৈরথ। একদিকে আছেন সাকিব আল হাসান এবং রশিদ খান। অপরদিকে রবিচন্দন অশ্বিনের সঙ্গে আছেন মুজিব উর রহমান।
এছাড়াও কিংস ইলেভেনে আছেন অক্ষর প্যাটেলের মতো স্পিনারও। আর দুই দলের ব্যাটসম্যানদেরই আছে স্পিন খেলার দুর্বলতা। ২০১৫ সালের পর থেকে ২৮ ইনিংসে মোট ১২ বার স্পিনারদের কাছে ধরাশায়ী হয়েছেন কিংস ব্যাটসম্যান যুবরাজ সিং।

এছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান মানিশ পান্ডে অক্ষর প্যাটেলের বিপক্ষে ৩৯ বল খেলে করেছেন মাত্র ২৩ রান। তাছাড়াও এই ম্যাচের আগে মাইলফলকের মুখোমুখি সানরাইজার্স বোলার।
আর মাত্র এক উইকেট নিলেই ৩০০ টি টি-টুয়েন্টি উইকেট হয়ে যাবে সাকিব আল হাসানের। এদিকে ম্যাচের আগের দিন পর্যন্ত জানা গিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশে পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই। কিংস ইলেভেন পাঞ্জাবও মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশঃ- ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মানিশ পান্ডে, সাকিব আল হাসান, দিপক হুদা, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলেক, সিদ্ধার্থ কোল।