বিশ্ব সেরা সাকিবে বিস্মিত নন অজি অলরাউন্ডার
ছবি:

বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে অনেক আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসরেও দারুণভাবে সফলতার স্বাক্ষর রেখেছেন সাকিব।
নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে নেমেও অবিচল টাইগারদের এই প্রাণভোমরা। এবারের আইপিএলে এরই মধ্যে বল হাতে ৩ ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন তিনি।
গত ম্যাচে নিজের প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দারুণ অলরাউন্ড পারফর্মেন্স করে হায়দ্রাবাদকে ম্যাচ জিতিয়েছিলেন সাকিব। ৪ ওভারে ২১ রান খরচায় ২ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ২৭ রান করেন বিশ্ব সেরা অলরাউন্ডার।

সুতরাং আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সাকিবকেই হায়দ্রাবাদ দলের ট্রাম্প কার্ড হিসেবে বিবেচনা করছেন ক্রিকেট বোদ্ধা এবং সাবেক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার জেমস ফকনারও যেমন এই ম্যাচে এগিয়ে রাখছেন সাকিবকেই।
ইএসপিএন ক্রিকইনফোর এক আলোচনা অনুষ্ঠানে ফকনার জানিয়েছেন সাকিবের দারুণ পারফর্মেন্স দলকে জয় পেতে সাহায্য করছে। পাশাপাশি সাকিবকে বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবেও উল্লেখ করেন তিনি। ফকনার বলেন,
'অবশ্যই তাঁর ফর্ম তাঁর দলকে সাহায্য করছে। দীর্ঘ দিন ধরেই সাকিব আল হাসান ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন। সুতরাং আইপিএলে তাঁর ভালো খেলাটা মোটেও আশ্চর্যের কিছু নয়।'