সাকিবই আমার ট্রাম্প কার্ড- আকাশ চোপড়া
ছবি:

পাঞ্জাবের মোহালিতে আইএস বিন্দ্রা স্টেডিয়ামে আজ টানা চতুর্থ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার প্রতীক্ষাতে রয়েছে সাকিব আল হাসানদের দল সানরাইজার্স হায়দ্রাবাদ।
আর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে এই ম্যাচে হায়দ্রাবাদ শিবিরে স্বস্তির সুবাতাস বয়ে নিয়ে আসছে তাদের বোলিং আক্রমণ। কেননা এখন পর্যন্ত তিনটি ম্যাচের মধ্যে প্রত্যেকটিতেই দারুণ পারফর্মেন্স উপহার দিয়েছেন হায়দ্রাবাদের বোলাররা।
এক কথায় বলা যায় রশিদ খান, সাকিব আল হাসান, বিলি স্ট্যানলেকদের নিয়ে সাজানো হায়দ্রাবাদের বোলিং ইউনিট এবারের আইপিএলে সবার সেরা।

অনেকের মতো এই বিষয়টি মানছেন সাবেক ভারতীয় ক্রিকেটার এবং জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও। তাঁর মতে, আজ পাঞ্জাবকে বড় পরীক্ষাই দিতে হবে হায়দ্রাবাদের শক্তিশালী বোলিং ইউনিটের বিপক্ষে।
আকাশ বলেন, 'এই টুর্নামেন্টে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং ইউনিট সবথেকে সেরা। সাকিব আল হাসান, রশিদ খান, বিলি স্ট্যানলেক, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল.....এই পাঁচ জন আছে এখানে।'
সাকিব, রশিদ ছাড়াও আরো আছে ইউসুফ পাঠান, দীপক হুদার মতো অলরাউন্ডাররাও। তাদের কথাও উল্লেখ করেছেন আকাশ চোপড়া। তাঁর ভাষ্যমতে, 'সাকিবদের পাশাপাশি তাদের রয়েছে ইউসুফ পাঠান এবং দীপক হুদাও। সুতরাং সবমিলিয়ে তাদের বোলিং অ্যাটাক অনেক শক্তিশালী।'
এদিকে সাকিব আল হাসানকে আজকের ম্যাচের ট্রাম্প কার্ড হিসেবেও উল্লেখ করেছেন আকাশ চোপড়া। তাঁর মতে আজ পার্থক্য গড়ে দিতে পারেন সাকিব। ভারতের এই সাবেক ক্রিকেটার বলেন,
'আমি সাকিব আল হাসানকেই ট্রাম্প কার্ড হিসেবে রাখছি। সে এমন একজন ক্রিকেটার যে কিনা সবদিক থেকেই পারফর্ম করতে পারে এবং সবথেকে বড় কথা হলো সানরাইজার্স হায়দ্রাবাদ তাঁর কাছ থেকে ভালো কিছু বের করতে আনতে পারছে। সে ব্যাটিং অর্ডারের উপরে উঠে এসেছে। অধিনায়ক কেন উইলিয়ামসন তাঁকে দারুণ বিচক্ষণতার সাথে ব্যবহার করছে বোলিংয়ে। সে ব্যাটিংও ভালো করছে।'