সাকিবদের ছাড়িয়ে গেল কলকাতা

ছবি:

আইপিএলে রাজস্থান রয়ালসকে ৭ উইকেটে হারিয়েছে আসরের অন্যতম সেরা দল কলকাতা নাইট রাইডার্স। শুরুতে টসেও জিতেছিল কলকাতা। রাজস্থানকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় তারা।
ব্যাট করতে নেমে কলকাতার বোলারদের উপর শুরু থেকেই চড়াও হয় রাজস্থানের অধিনায়ক অজিঙ্কা রাহানে। ১৯ বলে ৩৬ করে রাহানে বিদায় নিলেও ধীরগতিতে আগাতে থাকেন আরেক ওপেনার ডি শর্ট।

৪৩ বলে ৪৪ রান করে তিনিও বিদায় নেন। এরপরে অবশ্য আর ভালো করতে পারেনি রাজস্থানের কোনো ব্যাটসম্যান। কেবল জশ বাটলার করেন ১৮ বলে ২৪* রান। শেষমেশ বিষ ওভারে আট উইকেট হারিয়ে ১৬০ রান করে রাজস্থান।
কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন নিতিশ রানা এবং টম কুরান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিস লিনের (০) উইকেট হারায় কলকাতা। ২৫ বলে ৩৫ রান করে বিদায় নেন ওপেনার সুনিল নারিন।
তিনে নেমে রবিন উথাপ্পা ৩৬ বলে ৪৮ করে ফিরে গেলেও আর বিপদে পরেনি কলকাতা। নিতিশ রানা করেন ২৭ বলে ৩৫* রান। অধিনায়ক দিনেশ কার্তিক করেন ২৩ বলে ৪২* রান। এই ম্যাচ শেষে বর্তমান পয়েন্ট টেবিলের এক নম্বরে জায়গা করে নিলো শাহরুখ খানের দল। দ্বিতীয়তে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ।