promotional_ad

লজ্জার এক রেকর্ডে নাম লেখালেন মুস্তাফিজ

promotional_ad

নিজেকে চেনানোর নতুন মিশন নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে এবারের আইপিএল আসর শুরু করেছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। সেই লক্ষ্যে অবশ্য এগিয়েও যাচ্ছিলেন কাটার মাস্টার।


মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামার আগে ৩ ম্যাচে ৫ উইকেট শিকার করেছিলেন ফিজ। কিন্তু চতুর্থ ম্যাচে এসেই নিজেকে তিনি আবিষ্কার করলেন একেবারেই বিবর্ণ রূপে।


বিরাট কোহলিদের ব্যাঙ্গালুরুর বিপক্ষে মুস্তাফিজকে কঠিন এক পরীক্ষা দিতে হবে তা আগে থেকেই ধারণা করা যাচ্ছিলো। শেষ পর্যন্ত অবশ্য সেটাই হয়েছে। 



promotional_ad

মঙ্গলবারের ম্যাচটিতে ৪ ওভার বোলিং করে উইকেট শুন্য থেকে একাই ৫৫ রান দিয়েছেন মুস্তাফিজ। আর এরই সাথে এবারের আইপিএলে সর্বোচ্চ রান খরচ করার তালিকার দ্বিতীয়তে উঠে এসেছেন মুস্তাফিজ।


ফিজের আগে ৪ ওভারে ৫৯ রান খরচ করে লজ্জার এই তালিকার শীর্ষে আছেন ভারতীয় পেসার উমেশ যাদব। এদিকে মঙ্গলবারের ম্যাচটির আগে আইপিএলে কখনো ৫০ ঊর্ধ্ব রান দেননি মুস্তাফিজ।


২০১৬ সালে প্রথমবারের মতো আইপিএলে খেলতে এসে সানরাইজার্স হায়দ্রাবাদের মুস্তাফিজ দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে সর্বোচ্চ ৩৯ রান দিয়েছিলেন। সেটাই ছিলো তাঁর সবথেকে বাজে বোলিং।



তবে এবার  সেই রেকর্ডটিও ছাড়িয়ে গেলেন তিনি। অবশ্য এবারের আসরের প্রথম ম্যাচেও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩৯ রান গুনতে হয়েছিলো তাঁকে।


যদিও পরের দুই ম্যাচে দারুণ বোলিং করে দারুণভাবে ফিরে এসেছিলেন ফিজ। কিন্তু চতুর্থ ম্যাচে এসে যেন অনেকটাই মুখ থুবড়ে পড়লেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball