কঠিন পরীক্ষার সম্মুখীন মুস্তাফিজ

ছবি:

আইপিএলের প্রথম তিন ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজয় বরণ করে নিতে হলেও খুব একটা অনুজ্জ্বল ছিলেন না কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৯ রান দিলেও সাকিবদের দল সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়ে জাত চিনিয়েছিলেন তিনি।
নিয়েছিলেন ২৪ রানে ৩টি উইকেট। এরপর দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে গত ম্যাচে ৪ ওভারে ২৫ রান খরচায় ১ উইকেট নেন ফিজ।
তবে গত দুই ম্যাচে বল হাতে দারুণ পারফর্ম করলেও আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে যে যথেষ্ট কঠিন এক পরীক্ষা দিতে হবে মুস্তাফিজকে তা সহজেই অনুমেয়।

কেননা আজ ব্যাঙ্গালুরু দলে খেলছেন ক্রিকেট বিশ্বের বেশীরভাগ শীর্ষ ব্যাটসম্যানেরা। এই তালিকায় বিরাট কোহলি তো আছেনই, পাশাপাশি দলটিতে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স, ব্র্যান্ডন ম্যাককালাম, কুইন্টন ডি ককদের মতো ক্রিকেটাররাও।
এই টি টোয়েন্টি স্পেশালিষ্ট ব্যাটসম্যানদের বিপক্ষেই আজ খেলতে নামতে হবে মুস্তাফিজদের। সুতরাং আজ জয় পেতে হলে রোহিত শর্মার দলটিকে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলতে হবে সেটি বলাই বাহুল্য।
তবে দলের দুশ্চিন্তার মূল কারণ হলো এই বোলিং ডিপার্টমেন্টই। কারণ এখন পর্যন্ত মুস্তাফিজ এবং বুমরাহ ছাড়া বাকি বোলারদের কেউই সেভাবে জ্বলে উঠতে সক্ষম হননি। ফলে আজ বাকি বোলারদের ঘুরে দাঁড়ানোর উপলক্ষ হিসেবেই বিবেচিত হচ্ছে এই ম্যাচটি।
মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, রাহুল চাহার, বেন কাটিং, আকিলা ধনঞ্জয়া, জেপি ডুমিনি, ইশান কিশান, সিদ্ধেষ লাদ, এভিন লুইস, শারাদ লুম্বা, মিচেল ম্যাক্লেনেগান, মায়াংক মারকান্দে, মোহসিন খান, মুস্তাফিজুর রহমান, দিনেশান নিদ্ধেষ, হার্ধিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, অনুকুল রয়, প্রদীপ সাংওয়ান, তাজিনদার সিং, আদিত্য তারে (উইকেটরক্ষক), সৌরভ তিওয়ারি, সূর্যকুমার যাদব।