promotional_ad

মুস্তাফিজ ও বুমরাহ থাকলেও মুম্বাইয়ের বোলিং দুর্বল!

promotional_ad

এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং লাইন আপ যথেষ্টই শক্তিশালী। দলটিতে রয়েছে জাসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান, ক্রুনাল পান্ডিয়া, মায়াঙ্ক মারকান্দে, মিচেল ম্যাক্লেনেগানের মতো বোলাররা। 


কিন্তু এরপরেও টুর্নামেন্টে টানা তিন ম্যাচে পরাজিত হয়ে অনেকটাই কোণঠাসা অবস্থার মধ্যে পড়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন। কেননা এখন পর্যন্ত বুমরাহ এবং মুস্তাফিজ ছাড়া আর কোনো বোলারই খুব একটা সুবিধা করতে পারেননি। 


সেই কারণে আজ চতুর্থ ম্যাচে শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামার আগে মুম্বাই শিবিরে মূল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের বোলিং। এই বিষয়টি স্বীকার করেছেন সাবেক ভারতীয় টেস্ট ওপেনার এবং জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও।



promotional_ad

এক ভিডিও বার্তায় আকাশ অনেকটা সমালোচনাই করেছেন বুমরাহ এবং মুস্তাফিজ ছাড়া বাকি বোলারদের। আকাশ বলেন, 'এই প্রথমবারের মতো আমার মনে হচ্ছে মুম্বাইয়ের বোলিং নিয়ে কিছু ইস্যু রয়েছে। তাদের মুস্তাফিজুর এবং বুমরাহর মতো বোলার থাকতে পারে, কিন্তু বাকিদের কি হলো?'


দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে গত ম্যাচে ৩ ওভার বোলিং করে ২১ রানে ২ উইকেট শিকার করেছিলেন মুম্বাইয়ের ক্রুনাল পান্ডিয়া। কিন্তু সেই ম্যাচে তাঁর পুরো ৪ ওভারের কোটা পূরণ করেননি অধিনায়ক রোহিত। আর এখানেই আপত্তি আকাশ চোপড়ার।


তাঁর মতে ক্রুনালের চার ওভার শেষ করা অনেকটাই আবশ্যিক ছিলো মুম্বাইয়ের জন্য। সাবেক এই ক্রিকেটার বলছিলেন, 'ক্রুনাল পান্ডিয়া তাঁর চার ওভারের কোটা পূরণ করছে না যেটা তাদের অবশ্যই ঠিক করতে হবে।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball