কোহলি-ভিলিয়ার্সদের দ্রুত ফেরানোর অস্ত্র আছে মুম্বাইতে

ছবি:

একাদশে থাকা পুরোপুরিই নিশ্চিত মুস্তাফিজুর রহমানের। কেননা আইপিএলে এখন পর্যন্ত দুর্দান্ত বল করেছেন এই বাংলাদেশী পেসার। আছেন সর্বোচ্চ উইকেট শিকারির প্রতিযোগিতাতেও।
তবে তাতে কি! হারের প্রহর থেকে বের হতে পারছে না মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স। মঙ্গলবার তাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফেরার মিশনে থাকবে মুস্তাফিজ বাহিনী।
ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটিতে স্বস্তির আরও কিছু কারণ আছে মুস্তাফিজদের। কেননা ব্যাঙ্গালুরুর ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে চার বারের দেখায় চার বারই আউট করেছেন দলের স্পিন অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া।

এই চারবারে ক্রুনালের ৩২ বলে ৩৩ রান নিতে সমর্থ হয়েছিলেন এবি। এছাড়া ২০১৫ সালের আইপিএলের পরে ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে এখন পর্যন্ত চারবার আউট করেছেন মিচেল ম্যাকক্লেনাঘান।
তার করা ২৮ বল খেলে কোহলি মাত্র ১৯ রান নিতে পেরেছেন। আরেকটি কারণে কিছুটা স্বস্তি বজায় থাকবে মুম্বাই শিবিরে। কেননা ইনজুরি কাটিয়ে ইতিমধ্যেই দলে ফিরেছেন হার্ডিক পান্ডিয়া।
মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশঃ- সুরিয়াকুমার যাদব, এভিন লুইস, ঈশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, হার্ডিক পান্ডিয়া, মায়াঙ্ক মারকান্ডে, মিচেল ম্যাকক্লেনাঘান/ আকিলা ধনঞ্জয়া, মুস্তাফিজুর রহমান, জাসপ্রিত বুমরাহ।