মুস্তাফিজ বনাম কোহলি

ছবি:

আইপিএলের এবারের আসরে প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স।
আর বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে সবথেকে জমজমাট লড়াইটি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি এবং মুম্বাইয়ের পেসার মুস্তাফিজুর রহমানের মধ্যে।
এর আগে ২০১৫ সালে ভারত বাংলাদেশ সফরে আসলে প্রথমবারের মতো কোহলির মুখোমুখি হয়েছিলেন মুস্তাফিজ। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই ৪৩ রানে ৬ উইকেট শিকার করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন ফিজ।

যদিও সেই ম্যাচে বহুল কাঙ্ক্ষিত কোহলির উইকেটটি নিতে পারেননি তিনি। তবে ঠিকই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগমনী বার্তা জানান দেন মুস্তাফিজ।
শুধু তাই নয়, ২০১৬ সালের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার পেছনে মুখ্য ভূমিকা রাখা কোহলি নাকি মুস্তাফিজের কাটারের সামনে অস্বস্তি বোধ করতেন বলেও কথিত আছে।
আজ আবারো সেই কোহলির মুখোমুখি হতে যাচ্ছেন কাটার মাষ্টার। আর এবার মুম্বাই ইন্ডিয়ান্সের ফিজ হয়তো কোহলিকে ফেরানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবেন।
কেননা ক্রিকেট বিশ্বের যেকোনো বোলারের জন্যই যে বিরাট কোহলি পরম আকাঙ্ক্ষিত একটি উইকেটের নাম। উল্লেখ্য এখন পর্যন্ত এবারের আইপিএলে ৩ ম্যাচে ৫ উইকেট শিকারে করেছেন মুস্তাফিজুর রহমান।
প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একটি উইকেট শিকার করলেও সানরাইজার্সের হায়দ্রাবাদের বিপক্ষে ২৪ রানে একাই ৩ উইকেট তুলে নিয়েছিলেন কাটার মাষ্টার। উজ্জ্বল ছিলেন দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে তৃতীয় ম্যাচেও। সেই ম্যাচে ১ উইকেট পেলেও ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়েছিলেন তিনি।