promotional_ad

হারতে থাকা মুস্তাফিজদের সামনে কোহলি-ভিলিয়ার্সরা

promotional_ad

আইপিএলের ১৪তম ম্যাচে মুখোমুখি হবে মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স এবং বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ওয়ানখেডে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ।


এদিকে এই ম্যাচের আগে স্বস্তিতে নেই কোনো দল। কেননা আসরে তিন ম্যাচ খেললেও এখনো প্রথম জয়ের অপেক্ষায় মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সবার শেষে।


আর সমান তিন ম্যাচ খেলে দুটিতে হেরে পয়েন্ট টেবিলে ষষ্ঠ অবস্থানে ব্যাঙ্গালুরু। আর তাই এই ম্যাচ জিতেই নিজেদের অবস্থার উন্নতি করতে চাইবে দল দুইটি।



promotional_ad

এদিকে ম্যাচের আগে বাড়তি চাপে ব্যাঙ্গালুরুই। কুইন্টন ডি কক, ব্র্যান্ডন ম্যাককালাম বা এবি ডি ভিলিয়ার্সদের নিয়ে দারুণ ব্যাটিং লাইনআপ থাকলেও বোলিং নিয়ে দুশ্চিন্তা যাচ্ছেই না ব্যাঙ্গালুরুর।


কলকাতার সাথে ম্যাচটিতে তারা দিয়েছে ১৭৭ রান। আর রাজস্থান রয়ালসের বিপক্ষে তারা দিয়েছিলো ২১৭ রান! মূলত রানরেটের চাপায় পরেই ম্যাচ হারছে কোহলিরা। চাহাল-যাদবরা থাকলেও ভালো মানের বোলারের অভাব রয়েছে দলটিতে।


স্বস্তিতে নেই মুম্বাইও। মায়াঙ্ক মারকান্ডে আর মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ের পরেও একের পর এক ম্যাচ হেরে চলেছে তারা। এই ম্যাচটি দিয়েই জয়ের ধারায় ফিরতে চায় রোহিত শর্মা বাহিনী।



মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডঃ রোহিত শর্মা, হার্দিক পান্ডে, জসপ্রিত বুমরা, ক্রুনাল পান্ডিয়া, ইশান কিষাণ, কিয়েরন পোলার্ড, প্যাট কামিন্স, এভিন লুইস, সূর্যকুমার যাদব, বেন কাটিং, রাহুল চাহার, প্রদিপ সাংওয়ান, জেসন বেহরেনডোর্ফ, জেপি ডুমিনি, সৌরভ তিওয়ারি, তাজিন্দর ধিলন, আকিলা ধনঞ্জয়া, নিধিশ ডিনেসন, আদিত্য তারে, সিদ্ধেশ দিনেশ, মায়াংক মারকান্দে, মুস্তাফিজুর রহমান, শরদ লুম্বা, অনুকুল রয়, মহসিন খান।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু স্কোয়াডঃ বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সরফরাজ খান, ক্রিস ওকস, যুবেন্দ্র চাহাল, উমেশ যাদব, ব্রেন্ডন ম্যাককালাম, ওয়াশিংটন সুন্দর, নভদ্বিপ সাইনি, কুইন্টন ডি কক, মোহাম্মদ সিরাজ, নাথান কাল্টার নিল, কলিন ডি গ্রান্ডহোম, মুরুগান অশ্বিন, পার্থিব প্যাটেল, মাঈন আলী, মানদ্বিপ সিং, মনন বোহরা, পাভন নেগি, টিম সাউদি, কুলওয়ান্ট খেরজোলিয়া, অনিকেত চৌধুরী, পাভন দেশপান্ডে, অনিরুদ্ধ অশোক জোসি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball