নারিনের সেঞ্চুরি

ছবি:

প্রথম বিদেশী স্পিনার হিসেবে আইপিএলে ১০০তম উইকেট শিকার করেছেন ক্যারিবিয়ান স্পিন অলরাউন্ডার সুনিল নারিন। সোমবার দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে খেলতে নেমে এমন কীর্তি গড়েন তিনি।
তার আগে আইপিএলে শুধু একটি দলের জার্সি গায়ে দিয়ে ১০০ উইকেট পেয়েছেন কেবল দুজন। একজন হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে আইপিএল ক্যারিয়ার শেষ করা লঙ্কান পেস বোলার লাসিথ মালিঙ্গা (১৫৪ উইকেট)।

আরেকজনও অবশ্য মুম্বাই ইন্ডিয়ান্স দলের ক্রিকেটার, তবে আইপিএলের এবারের আসরে খেলছেন চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে। তিনি হচ্ছেন হরভাজন সিং (১২৭ উইকেট)।
কলকাতার পোশাকে ৮৬ ম্যাচে নারিনের উইকেট সংখ্যা এখন ১০২। এদিকে দিল্লীর সাথে তিনটি উইকেট নেওয়ার পথে নারিন গড়েছেন আরেকটি কীর্তি।
আইপিএলের এবারের আসরে চার ম্যাচে ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এই মুহূর্তে প্রথম অবস্থানে আছেন তিনি। আর তার দারুণ বোলিংয়ের সামনে দিল্লীকে এদিনে ৭১ রানের বড় ব্যবধানে হারায় কলকাতা (বিস্তারিত পড়ুন... )।