এবার ফিক্সিং বিতর্কে ফাওয়াদ আলম

ছবি:

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে পাকিস্তান দলে ডাক পাননি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা ব্যাটিং অলরাউন্ডার ফাওয়াদ আলম। ঘরোয়া ৫৫ বেশি গড়ে রান করেছেন তিনি।
তারপরেও জায়গা মেলেনি তার। প্রধান নির্বাচক ইনজামাম উল হক অবশ্য বলেছেন শেষ কয়েক বছরে ফাওয়াদ আলমের চাইতেও ভালো পারফর্মার ঘরোয়া লীগে ছিল।
এদিকে পাকিস্তানী কিছু মিডিয়ার দাবী ফিক্সিংয়ের সঙ্গে ফাওয়াদ আলমের জড়িত থাকার খবর মিলেছে বোর্ডের। আর তাই এই সফরে তাকে দলে রাখা হয়নি। এই ব্যাপারে মুখ খুলেছেন ফাওয়াদ আলমও। নিজেকে নির্দোষ দাবী করে তিনি জানান,

'আমার নিজেকে ব্যাখ্যা করার কিছুই নেই। কেননা আমি ভুল কিছুই করিনি। আমার পুরো ক্রিকেট ক্যারিয়ার স্বচ্ছ। ফিক্সিংয়ের কথা আমি কল্পনাও করতে পারিনা। যদি এমন কিছুর সঙ্গে যুক্ত থাকতাম, তাহলে আমি অবশ্যই ঘরোয়া ক্রিকেট খেলতাম না।'
ইনজামাম অবশ্য ফাওয়াদের ফিক্সিং বিতর্ক নিয়ে কিছুই বলেননি। তিনি শুধু বলেন, 'ঘরোয়া লীগে দারুণ গড় নিয়ে ফাওয়াদ আলম খেলেছে। তবে প্রতিযোগিতায় কিছু ক্রিকেটারকে বাদ পরতে হয়। তার মানে এই না যে ফাওয়াদের ক্যারিয়ার এখানেই শেষ।'
সূত্রঃ- পাকিস্তানী গণমাধ্যম