promotional_ad

মুস্তাফিজকে দায়ী করলেন সাবেক ভারতীয় ওপেনার

promotional_ad

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে গত ম্যাচে আপন আলোয় উজ্জ্বল ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে শনিবার ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়েছিলেন তিনি।


পাশাপাশি তুলে নিয়েছিলেন অধিনায়ক গৌতম গম্ভীরের গুরুত্বপূর্ণ উইকেটটি। ফিজ ছাড়াও অবশ্য এদিন দারুণ বোলিং করেছেন ভারতীয় পেস তারকা জাসপ্রিত বুমরাহও। উইকেটশুন্য থাকলেও ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়েছেন তিনি।


টি টোয়েন্টি ক্রিকেটে এই বোলিং যথেষ্ট ভালো বলেই গণ্য করা হয়। তবে মুস্তাফিজ এবং বুমরাহ মিলে ৫২ রান দিলেও বাকি চার বোলার মিলেই দিয়েছেন ১৪৩ রান। যেখানে বেন কাটিংয়ের পরিবর্তে অভিষেক হওয়া আকিলা ধনঞ্জয়া একাই দিয়েছেন ৪৭ রান।


মূলত বাকি বোলারদের এভাবে উদারহস্তে রান বিলানোর কারণেই ম্যাচটিতে ৭ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে মুম্বাইকে। অনেকের মতো এমনটা মনে করছেন সাবেক ভারতীয় ওপেনার এবং ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও।


ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় আকাশ মুস্তাফিজ এবং বুমরাহর প্রশংসা করতে ভোলেননি। পাশাপাশি সমালোচনা করেছেন বাকি বোলারদেরও। আকাশ বলেছেন,    



promotional_ad

'মুস্তাফিজুর রহমান এবং জাসপ্রিত বুমরাহ, আমার মনে হয় তারা দুইজনে ৫২ রান দিয়েছে। কিন্তু আপনি যদি বাকি বোলারদের দিকে দেখেন তারা এর থেকে অনেক বেশি রান দিয়েছে (১৪৩ রান)। সুতরাং আমার মতে মুম্বাইয়ের বোলিং লাইন আপ একটি বড় ইস্যু।'


অবশ্য মুস্তাফিজের ক্যাচ মিসকেও পরাজয়ের আরেকটি বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন আকাশ। বুমরাহর করা ১৭ তম ওভারটিতেই স্রেয়াশ আইয়ারের দুটি ক্যাচ মিস করেন মুস্তাফিজ। সেই আইয়ারই পরে ২০ বলে ২৭ রান নিয়ে ম্যাচটি জিতিয়ে মাঠ ছাড়েন। এই প্রসঙ্গে আকাশ চোপড়ার ভাষ্য,  


'ক্রুনাল পান্ডিয়া তাঁর সব ওভার শেষ করেনি। আমার মনে হয় ৩ ওভারে সে ২১ রান দিয়েছে যা বোলার মতোই ছিলো। তবে মুস্তাফিজের দুটি ক্যাচ মিস শেষের দিকে অনেক বড় ক্ষতি করেছে তাদের।' 


এদিকে শনিবারের আরেকটি খেলায় মাঠে নেমেছিলো সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং তাঁর প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে সাকিবের অলরাউন্ড পারফর্মেন্সে হায়দ্রাবাদ জিতেছে ৫ উইকেটের ব্যবধানে। 


এদিন বল হাতে ২১ রানে ২ উইকেট শিকারের পাশাপাশি দুটি অসাধারণ ক্যাচও তালুবন্দি করেছেন সাকিব। শুধু সাকিবই নন, দারুণ বোলিং করেছেন ভুবনেশ্বর কুমার এবং বিলি স্ট্যানলেকও। ভুবনেশ্বর ২৬ রানে ৩টি এবং স্ট্যানলেক ২১ রানে ২ উইকেট শিকার করেন। 



অপরদিকে ফিল্ডিংয়ে সাকিব ছাড়াও দুর্দান্ত ছিলেন মনিষ পান্ডেও। আন্দ্রে রাসেল এবং নীতিশ রানার দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ ধরেছিলেন তিনি। সুতরাং তাঁর কথাও উল্লেখ করেছেন আকাশ চোপড়া। সাকিবদের প্রশংসা করে তিনি বলেন, 


'এবারের আইপিএলে সানরাইজার্সদের বোলিং ইউনিট সবথেকে সেরা। পাশাপাশি তাদের ফিল্ডিংও দুর্দান্ত। মনিষ পান্ডে রীতিমত উড়ছিলো, সাকিবও দুর্দান্ত ক্যাচ ধরেছে। এককথায় তারা ছিলো অসাধারণ।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball